প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪, ০০:০০
নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করার অভিযোগে
কচুয়ায় শিক্ষক ওমর খৈয়াম বাগদাদী বরখাস্ত
চাঁদপুর-১ (কচুয়া) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের নির্বাচনী প্রচার প্রচারণায় অংশগ্রহণ করার অভিযোগে এক শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা পারভীন সুলতানা। ২ জানুয়ারি মঙ্গলবার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা ইয়াসমিন মেহের-এর স্বাক্ষরিত আদেশপত্রে এ শিক্ষককে বরখাস্ত করা হয়।
জানা যায়, কচুয়া উপজেলা সদর ৬০নং কোয়াকোর্ট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ওমর খৈয়াম বাগদাদী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা, পথসভায় অংশগ্রহণ এবং লিফলেট বিতরণে সরাসরি অংশগ্রহণ করে ‘Md Omar Khayam Bagdadi ' নামক আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। যা সরকারি কর্মচারী আচরণবিধি পরিপন্থি। তাই সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮-এর ২(ই) ও ৩(খ) অনুযায়ী তাকে অভিযুক্ত করা হয়। একই বিধিমালা বিধি ১২ (১) অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হলো।
এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক মোঃ ওমর খৈয়াম বাগদাদী বলেন, আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছি।