শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪, ০০:০০

ঘন কুয়াশায় নদীর মাঝেই আটকা

১৪ ঘন্টা পর গন্তব্যে পৌঁছালো বোগদাদিয়া-১২ লঞ্চ

মিজানুর রহমান ॥
১৪ ঘন্টা পর গন্তব্যে পৌঁছালো বোগদাদিয়া-১২ লঞ্চ

ঘন কুয়াশার কবলে পড়ে মেঘনা নদীর মাঝেই সব যাত্রীবাহী লঞ্চ আটকে থাকে। গন্তব্যে পৌঁছতে বিলম্ব হয় দীর্ঘ কয়েক ঘণ্টা। ফলে জরুরি প্রয়োজনে বিভিন্ন স্থানে যাওয়া যাত্রীরা বিড়ম্বনায় পড়েন। হাঁড় কাঁপানো শীতে দুর্ভোগের শিকার হন তারা। ঘন কুয়াশার দাপটে বুধবার রাতে ঢাকা সদরঘাট হতে ছেড়ে আসা চাঁদপুর-ঈদগাহ ফেরিঘাট রুটের একটি লঞ্চ বোগদাদিয়া-১২ মুন্সিগঞ্জের কাছে এসেই আটকা পড়ে। এর পর আর সামনে এগোতে পারেনি। সেই লঞ্চটি সাড়ে তিন ঘন্টার স্থলে চাঁদপুর পৌঁছতে সময় নেয় প্রায় চৌদ্দ ঘন্টা। চাঁদপুর লঞ্চঘাটে গিয়ে সরজমিন দেখা মিলে সেই লঞ্চের। দুর্ভোগে পড়া যাত্রীরা চরম ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। বোগদাদিয়া-১২ লঞ্চটি রাত ১টায় চাঁদপুর ঘাটে পৌঁছার কথা থাকলেও কুয়াশা কেটে যাবার পর সেটি বৃহস্পতিবার বেলা ১০টা ৫০ মিনিটে চাঁদপুর পৌঁছায়।

এতে কয়েকশ’ যাত্রী শীতের মধ্যে চরম কষ্ট পায়। পুরাণবাজারের রোমান (২৮) নামে এক যাত্রী জানান, রাত সাড়ে আটটায় লঞ্চটিতে উঠেন। মেঘনা নদীতে ঢোকার পর কুয়াশার কারণে নোঙ্গর করে রাখে। সারারাত লঞ্চে পড়ে থাকতে হয়। বিআইডব্লিউটিএ চাঁদপুর লঞ্চঘাটের টিআই শাহআলম জানান, গত ক’দিন যাবৎ রাতের বেলায় নদীতে প্রচুর কুয়াশা পড়ে। ছোট লঞ্চগুলোতে রাডার না থাকায় এমন পরিস্থিতি হয়েছে। এ রুটের অন্যসব লঞ্চ রাডারের সাহায্যে এক দেড় ঘন্টা বিলম্ব হলেও গন্তব্যে ঠিকই পৌঁছেছে।

এদিকে ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে চাঁদপুর-শরিয়তপুর নৌরুটের ফেরি চলাচল। বৃহস্পতিবার সকাল পৌনে নয়টায় স্বাভাবিক হয় এ রুটের ফেরি চলাচল। এ তথ্য জানান বিআইডব্লিউটিসি হরিণা ফেরিঘাট ম্যানেজার ফয়সাল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়