শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

বিশ্বকাপের আগে মুখোমুখি হবেন রোনালদো-মেসি
ক্রীড়াকণ্ঠ ডেক্স ॥

২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছেড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তখন থেকেই ফুটবল ভক্তরা হারায় রোনালদো-মেসির নিয়মিত দ্বৈরথ দেখার সুযোগ। লিওনেল মেসিও থাকেননি লা লিগায়, চলতি মৌসুমের শুরুতে পাড়ি জমিয়েছেন ফরাসি লিগ ওয়ানে। যে কারণে ফুটবল বিশ্বের দুই মহাতারকার দ্বৈরথ দেখা যায় কালেভদ্রে। আন্তর্জাতিক ফুটবলেও এই দুই মহারথীর দেখা হয়েছে হাতে গোণা কয়েকবার। ভক্ত-সমর্থকদের জন্য আনন্দের সংবাদ, বিশ্বকাপের আগেই জাতীয় দলের জার্সিতে মুখোমুখি হবেন মেসি-রোনালদো। পর্তুগালের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টাইন পত্রিকা মুন্দো আলবেসেলিস্তে।

রীতিমত উড়ছে আর্জেন্টিনা। ইতোমধ্যেই নিশ্চিত হয়েছে লিওনেল স্কালোনির দলের কাতার বিশ্বকাপের টিকিট। সব মিলিয়ে টানা ২৯ ম্যাচ অপরাজিত আর্জেন্টিনা।

অপ্রতিরোধ্য দলটি এবার প্রীতি ম্যাচ খেলবে ইউরোপিয়ান তিন দলের বিপক্ষে। মুন্দো আলবেসেলিস্তের এক প্রতিবেদনে বলা হয়, সোমবার আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি জানান, বিশ্বকাপের আগে তিন দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। তবে দলগুলো দক্ষিণ আমেরিকার নয়।

বিভিন্ন অনলাইন ক্রীড়া ভিত্তিক সূত্রে জানা গেছে, আর্জেন্টিনা পর্তুগাল, বেলজিয়াম এবং ডেনমার্কের বিপক্ষে খেলবে।

সর্বশেষ ২০১৪ সালের ১৯শে নভেম্বর পর্তুগালের মুখোমুখি হয় আর্জেন্টিনা। ম্যাচটিতে ১-০ গোলের জয় পায় পর্তুগিজরা। আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত মোট ৮বার দেখা হয়েছে দুদলের। তার মধ্যে ৫ জয় আর্জেন্টিনার, ২ জয় পর্তুগালের। অন্য ম্যাচটি ড্র হয়।

২০১৪ বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে সর্বশেষ ম্যাচ জেতে আর্জেন্টিনা। মোট চার বারের দেখায় তিন জয়ই আর্জেন্টাইনদের।

১৯৯৫ সালে ফিফা কনফেডারেশনস কাপে সর্বশেষ ডেনমার্কের মোকাবিলা করে আর্জেন্টিনা। সেবার আর্জেন্টাইনদের ২-০তে হারিয়ে দেয় ডেনিশরা। মোট তিনবারের দেখায় আগের দুই ম্যাচে জয়ী আর্জেন্টিনা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়