শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৫ জুন ২০২৪, ০০:০০

ফরিদগঞ্জে সড়কের ওপর কোরবানির পশুর হাট ॥ তীব্র যানজট

ফরিদগঞ্জ ব্যুরো ॥
ফরিদগঞ্জে সড়কের ওপর কোরবানির পশুর হাট ॥ তীব্র যানজট

সরকারি বিধি নিষেধ উপেক্ষা করে ফরিদগঞ্জে মহাড়কের উপর কোরবানির পশুর হাট বসেছে। চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের নারকেলতলা এলাকায় ১৪ জুন শুক্রবার এই বাজার বসে। ফলে সড়কের দুপাশেই দুপুরের পর থেকে যানজটের সৃষ্টি হয়েছে।

সরকার ঈদের যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখতে সড়কের ওপর কোরবানির পশুর হাট নিষিদ্ধ করেছে। কিন্তু চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের বাগাদী চৌরাস্তা, ভাটিয়ালপুর চৌরাস্তা ও নারকেলতলা এলাকায় কোরবানির পশুর হাট বসেছে। বাগাদী চৌরাস্তা ও ভাটিয়ালপুর চৌরাস্তা এলাকায় সড়ক ফাঁকা রেখে গরুর বাজার বসলেও নারকেলতলা বাজারে তা মানা হয়নি। সড়কের ওপরই গরুর বাজার বসানো হয়েছে। ফলে শুক্রবার দুপুরের পর থেকে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

নারকেলতলা বাজারের ইজারাদার জহিরুল ইসলাম জানান, পূর্বদিন গরু বিক্রি কম হওয়ায় আজ বাজারে ক্রেতা বেড়েছে, তাই সড়কে চাপ বেড়েছে।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম জানান, সংবাদ পেয়েছি। যানজট নিরসনে ব্যবস্থা নেয়া হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌলি মন্ডলকে এ ব্যাপারে ফোন দিলেও তিনি কল রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়