মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪  |   ৩৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ১৫ জুন ২০২৪, ০০:০০

ফরিদগঞ্জে সড়কের ওপর কোরবানির পশুর হাট ॥ তীব্র যানজট

ফরিদগঞ্জ ব্যুরো ॥
ফরিদগঞ্জে সড়কের ওপর কোরবানির পশুর হাট ॥ তীব্র যানজট

সরকারি বিধি নিষেধ উপেক্ষা করে ফরিদগঞ্জে মহাড়কের উপর কোরবানির পশুর হাট বসেছে। চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের নারকেলতলা এলাকায় ১৪ জুন শুক্রবার এই বাজার বসে। ফলে সড়কের দুপাশেই দুপুরের পর থেকে যানজটের সৃষ্টি হয়েছে।

সরকার ঈদের যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখতে সড়কের ওপর কোরবানির পশুর হাট নিষিদ্ধ করেছে। কিন্তু চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের বাগাদী চৌরাস্তা, ভাটিয়ালপুর চৌরাস্তা ও নারকেলতলা এলাকায় কোরবানির পশুর হাট বসেছে। বাগাদী চৌরাস্তা ও ভাটিয়ালপুর চৌরাস্তা এলাকায় সড়ক ফাঁকা রেখে গরুর বাজার বসলেও নারকেলতলা বাজারে তা মানা হয়নি। সড়কের ওপরই গরুর বাজার বসানো হয়েছে। ফলে শুক্রবার দুপুরের পর থেকে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

নারকেলতলা বাজারের ইজারাদার জহিরুল ইসলাম জানান, পূর্বদিন গরু বিক্রি কম হওয়ায় আজ বাজারে ক্রেতা বেড়েছে, তাই সড়কে চাপ বেড়েছে।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম জানান, সংবাদ পেয়েছি। যানজট নিরসনে ব্যবস্থা নেয়া হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌলি মন্ডলকে এ ব্যাপারে ফোন দিলেও তিনি কল রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়