প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪, ০০:০০
নির্বাচন বর্জনের দাবিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চাঁদপুরের লিফলেট বিতরণ
ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের দাবিতে লিফলেট বিতরণ করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চাঁদপুরের নেতৃবৃন্দ। ৪ জানুয়ারি বৃহস্পতিবার সকালে চাঁদপুর জেলা জজ আদালত এলাকায় আইনজীবী ও বিচার প্রার্থীদের মাঝে লিফলেট বিতরণ করেন ফোরামের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডঃ এ. জেড. এম. রফিকুল হাসান রিপন, ফোরামের সাবেক সভাপতি অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ, সিনিয়র আইনজীবী ও জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডঃ কোহিনুর রশিদ, সিনিয়র আইনজীবী অ্যাডঃ বাবর বেপারী, ফোরামের যুগ্ম সম্পাদক অ্যাডঃ আলম খান মঞ্জু, অ্যাডঃ আতিকুর রহমান, অ্যাডঃ শামীমা বাকিসহ অন্য আইনজীবীরা।