প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪, ০০:০০
নৌকা প্রতীকের নির্বাচনী প্রচারণা করার অভিযোগ
হাইমচরে সপ্রাবি শিক্ষক বরখাস্ত
হাইমচরে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ডাঃ দীপু মনির নৌকা প্রতীকের নির্বাচনী প্রচার-প্রচারণা করার অভিযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃত শিক্ষক ৫৯নং উত্তর গণ্ডামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সালাহউদ্দিন। গত ২ জানুয়ারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা ইয়াসমিন মেহের স্বাক্ষরিত আদেশনামায় এ শিক্ষককে বরখাস্ত করা হয়। একইদিনে শোকজ এবং বরখাস্ত করা হয়। শোকজের জবাব দেয়ার সুযোগ না দেয়ায় উপজেলার শিক্ষকদের মাঝে সৃষ্টি হয়েছে আলোচনা-সমালোচনা।
অফিস আদেশ সূত্রে জানা যায়, সহকারী শিক্ষক সালাউদ্দিন মিয়া রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেন, যা সরকারি কর্মচারী আচার-আচরণ পরিপন্থী। তাই সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮-এর ২(ই) ও ৩(খ) অনুযায়ী তাকে অভিযুক্ত করা হয়। একই বিধিমালা বিধি ১২ (১) অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
অভিযুক্ত সালাহউদ্দিন মাস্টার জানান, ২০২০ সালে উপজেলা পরিষদ নির্বাচনের প্রাক্কালে আমার এলাকায় বর্ডার পোলে উপজেলা পরিষদ চেয়ারম্যানের আগমনকালে উপস্থিত উৎসুক জনতা তাকে স্বাগত জানান। ওই সময় আমি চেয়ারম্যান মহোদয়ের সাথে ছিলাম। তৎসময়ে আমার প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বী বর্তমান প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন এই ছবিটি ম্যাসেঞ্জারে আমাকে প্রেরণ করে হুমকি দেন। সেই ২০২০ সালের ছবিটি বর্তমান ছবি বলে নাসির মাস্টার ডিপিইওকে প্রেরণ করেন। আমি নাকি গত ১ জানুয়ারি নৌকা মার্কার মিছিল করি। আসলে আমি কোনো মিছিলে অংশগ্রহণ করি নি। আমার বিরুদ্ধে এসব ষড়যন্ত্র মাত্র। আমি ডাঃ দীপু মনি ও উপজেলা পরিষদ চেয়ারম্যানকে পছন্দ করি। নাসির মাস্টার এছাড়া ইতিপূর্বে আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের মূল হোতা হিসেবে যে কাজ করছে তার প্রমাণ আমার নিকট আছে। জেলা শিক্ষা অফিসার ছবিটি পেয়ে কোনো ধরনের তদন্ত ছাড়া এবং সত্য-মিথ্যা যাচাই না করে নাসির মাস্টারের মুখের কথায় বিশ্বাস করলেন, আমি নৌকা প্রতীকের প্রচার প্রচারণায় লিপ্ত। তখন তিনি আমাকে সাময়িকভাবে বরখাস্ত করেন। আমি প্রকৃতপক্ষে নির্দোষ হিসেবে চ্যালেঞ্জ করছি।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জাফর শেখ জানান, উপজেলা শিক্ষক সমিতির কমিটিকে কেন্দ্র করে ২০২০ সালের একটি পুরানো ছবি জেলা শিক্ষা অফিসারের কাছে পাঠানো হয়েছে। সে ছবিতে সালাউদ্দিন মাস্টার উপজেলা পরিষদ চেয়ারম্যানের সাথে ছিলেন। পুরানো ছবি ব্যবহার করে ডিপিইও স্যারকে ভুল তথ্য দিয়ে তাকে বরখাস্ত করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়ার প্রয়োজন ছিলো।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান জানান, কে বা কারা যেনো জেলা শিক্ষা অফিসারের কাছে সালাউদ্দিন মাস্টারের নির্বাচনী প্রচারণার মিছিলের একটি ছবি পাঠিয়েছেন। সেই ছবির আলোকে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।