প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৪, ০০:০০
মতলবে লিটল স্কলার্স একাডেমির বই উৎসব
মতলব দক্ষিণ উপজেলার সর্বপ্রথম ডে-কেয়ার উচ্চ বিদ্যালয় লিটল স্কলার্স একাডেমির বই উৎসব ১ জানুয়ারি বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
বই বিতরণের পূর্বে আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ সেলিম প্রধানীয়ার সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক সুমন সাহার সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আল আমিন ভূইয়া, মোঃ মিজানুর রহমান, আবু বকর সিদ্দিক, তাহমিনা আক্তার, জান্নাতুল ফেরদৌসি, মোঃ ফারুক, মাঈন উদ্দিন, নাবিলা বিনতে হাশেম প্রমুখ।
এ সময় বিদ্যালয়ের অভিভাবকবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা ও সুধীজন উপস্থিত ছিলেন।