প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৪, ০০:০০
মতলবে স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমির বই উৎসব ও ২০ বছর পূর্তিতে আলোচনা সভা ও কেক কাটা
মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমির বই উৎসব ও ২০ বছর পূর্তিতে কেক কাটা ও আলোচনা সভা ১ জানুয়ারি বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
উৎকর্ষ, সাফল্য ও মেধা বিকাশে প্রতিষ্ঠানটি ২০ বছর পূর্তি করেছে। এ ২০ বছরে শত সহস্র শিক্ষার্থীর জীবনের হাতেখড়ি ও পরিমার্জিত শিক্ষা জীবনের আঁতুড়ঘর এই স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমি। বিদ্যালয়টি ২০০৪ সালে বিভিন্ন বাধা বিপত্তি পেরিয়ে ২০ বছর অতিক্রম করে টিকে আছে। এ বিদ্যালয় ২০ বছরের এ যাত্রাপথে যে সকল গুণী অভিভাবককে পাশে পেয়েছে এবং যে সকল অভিভাবক আমাদের শক্তি হিসেবে পাশে থেকেছেন তাদের সকলের প্রতি প্রতিষ্ঠানের পরিচালক, প্রধান শিক্ষক ও শিক্ষিকাগণ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
বই উৎসব ও প্রতিষ্ঠানের ২০ বছর পূর্তিতে আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজরীন জাহান নিপার সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুপা সাহার সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী শিক্ষক সুমাইয়া সেতু, কাওছার আহমেদ, আরিফ হোসেন, তানিয়া সুলতানা পলি, তানিয়া আক্তার বৃষ্টি, ঝুমুর জাহান, নুরজাহান প্রমুখ। এ সময় বিদ্যালয়ের অভিভাবকগণ, শিক্ষার্থীবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছরিন জাহান নিপা বলেন, এ বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের পাঠদানে ধীরে ধীরে প্রতিষ্ঠানটি ২০ বছর অতিক্রম করে ২১ বছরে পা দিয়েছে। এ জন্যে তিনি প্রথমে মহান আল্লাহতায়ালার শোকরিয়া, বিদ্যালয়ের পরিচালক, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, আগামীতেও আমরা সকলের দোয়া ও সহযোগিতায় সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাবো।