প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৪, ০০:০০
সুহিলপুর উচ্চ বিদ্যালয়ে বই উৎসব
বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে হাজীগঞ্জ সদর ইউনিয়নের সুহিলপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে। ১ জানুয়ারি সোমবার সকালে নতুন বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি রোটাঃ আহসান হাবীব অরুণ।
প্রধান শিক্ষক মোঃ জয়নাল আবেদীন টিটুর সভাপতিত্বে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত বই উৎসব অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন রোটাঃ আহসান হাবিব অরুণ। একই সমেয় নতুন কারিকুলাম বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিস্তারিত তুলে ধরেন শিক্ষকরা।
সহকারী শিক্ষক জাহিদ হাসানের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মোঃ সিরাজুল ইসলাম, জামশেদ আলম, আমির হোসেন, সহকারী প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দিন, সিনিয়র শিক্ষক উত্তম কুমার দেবনাথ, রহিমা আক্তার, মাজেদা খাতুন, ফারহানা আক্তার, ইসমাইল হোসেন প্রমুখ।
এ সময় অন্যান্য অতিথিসহ বিদ্যালয়ের শিক্ষক ফরহাদ হোসেন ভূঁইয়া, হাছানুজ্জামান, সুমন শীল, আব্দুল হালিম, শরীফ হোসেন, তাপস শীল, আলম পাটওয়ারীসহ অন্যান্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।