প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৪, ০০:০০
দক্ষিণ মুন্সীরহাট উচ্চ বিদ্যালয়ে বই উৎসব
মতলব দক্ষিণের ঐতিহ্যবাহী মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ে গত ১ জানুয়ারি সকাল ১১টায় ২০২৪ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্রীদের মাঝে নতুন বই বিতরণ উৎসব পালন করা হয়।
প্রধান শিক্ষক মোঃ ছাখাওয়াত উল্যাহর সভাপতিত্বে এবং হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক মোঃ মাসুদ রানার পরিচালনায় বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোঃ জালাল উদ্দিন, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ মাসুদ রানা, মোঃ হুমায়ুন কবির প্রধানিয়া, মোঃ মোস্তফা গাজী, মোঃ জহিরুল ইসলাম গাজী প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ। বক্তব্য শেষে ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।