প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুর শহরের কৃতী সন্তান, স্বর্গীয় বাসুদেব আচার্যী ও সাধনা আচার্যীর কন্যা মৌমিতা আচার্যী কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে কণ্ঠসঙ্গীত বিষয়ে স্নাতক ডিগ্রিতে ১ম স্থান অর্জন করেছেন। ২৬ আগস্ট রাতে তার এ ফলাফল প্রকাশিত হয়।
২০১৮ সালে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস আইসিসিআর স্কলারশিপ পেয়ে কলকাতা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের কণ্ঠসঙ্গীত বিষয়ের ভর্তি হন মৌমিতা। কণ্ঠসঙ্গীতে দু’বছরে অধ্যায় শেষে স্নাতক ফাইনাল পরীক্ষায় অংশ নিয়ে তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট অর্জন করেন। তার অর্জনকৃত ফলাফলে ৬ষ্ঠ সেমিস্টারে জিপিএ এসেছে ৯.৮৩৩ এবং সিজিপিএ ৯.৫৮৮।
মৌমিতা আচার্যী তার সাফল্যের জন্য সৃষ্টিকর্তা, বাবা-মা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং তার সঙ্গীতগুরুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া মৌমিতা আচার্যী চাঁদপুরের সন্তান হিসেবে সকলের আশীর্বাদ কামনা করেছে।
উল্লেখ্য, মৌমিতা আচার্যী চাঁদপুর শহরের বঙ্গজ সাংস্কৃতিক সংগঠন এবং অনন্যা নাট্যগোষ্ঠী, চাঁদপুর-এর সাথে দীর্ঘদিন যুক্ত ছিলেন।