রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২২, ০০:০০

নিসচার প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের ৬৬তম জন্মদিন পালন করলো চাঁদপুর সদর উপজেলা কমিটি
অনলাইন ডেস্ক

গত ২৩ ডিসেম্বর শুক্রবার রাত সাড়ে ১০টায় চাঁদপুর সদর উপজেলা নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর উদ্যোগে নিসচা প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের ৬৬তম জন্মদিন উপলক্ষ্যে চাঁদপুর শহরের ওয়েস্টার্ন কিচেন চাইনিজ রেস্টুরেন্টের পার্টি সেন্টারে মিলাদ, দোয়া ও আলোচনা সভা এবং কেক কাটার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, চাঁদপুর সনাকের সাবেক প্রেসিডেন্ট ও দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত। প্রধান বক্তা ছিলেন জাতীয় দৈনিক অনুপমা, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং জাতীয় নিরাপদ সড়ক চাই ২০২২ উদযাপন কমিটির সদস্য সচিব রোটারিয়ান মোঃ রোকনুজ্জামান রোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর কণ্ঠের বার্তা সম্পাদক ও চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি এএইচএম আহসান উল্যাহ, দৈনিক চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি রহিম বাদশা।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নিসচার চাঁদপুর সদর উপজেলার উপদেষ্টা ডাঃ শেখ মহসিন, যুগ্ম আহ্বায়ক মহসিন ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন স্বপন, সদস্য ফরিদ আহমেদ মোস্তান প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচা চাঁদপুর সদর উপজেলা শাখার আহ্বায়ক আমিনুর রহমান মাসুদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সদর উপজেলা কমিটির সদস্য সচিব মোঃ রাসেল খান পায়েল। আলোচনা সভা শেষে নিসচার চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের জন্মদিন উপলক্ষে কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি কাজী শাহাদাত। অনুষ্ঠান শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি মাওলানা এএইচএম আহসান উল্যাহ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই চাঁদপুর সদর উপজেলার সদস্য শাহনেওয়াজ সুজন ও সদস্য মোঃ আশিকুর রহমান। অনুষ্ঠানের প্রধান অতিথি কাজী শাহাদাত বলেন, নিরাপদ সড়ক চাই-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এমন একজন ব্যক্তি, রোকনের মাধ্যমে তাঁর অনুষ্ঠানে না গেলে আমি তাঁকে ভালোভাবে জানতে পারতাম না। তিনি যে বক্তব্য দিয়েছেন আমি তাতে সত্যিই মুগ্ধ হয়েছি। তিনি তার স্ত্রী মারা যাওয়ার পর থেকে আজ পর্যন্ত মানুষের কল্যাণে নিজের জীবনকে উৎসর্গ করে জেলায় জেলায় মানুষের সড়ক-নিরাপত্তায় যে কাজ করে চলছেন তা সত্যিই প্রশংসনীয়। তিনি বলেন, ইলিয়াস কাঞ্চন নায়ক হিসেবেও অনেকবার সম্মাননা পেয়েছেন, কিন্তু তিনি সামাজিক কাজ করে একুশে পদক পেয়েছেন, যেটি খুবই বিরল ঘটনা। তিনি বলেন, আমাকে নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা কমিটির পক্ষ থেকে অনেকবার দাওয়াত দিয়েছেন নেতৃবৃন্দ, কিন্তু আমি যেতে পারিনি। আজ রোকন আমাকে এবং গত মাসে ও এই মাসে ২টি অনুষ্ঠানে দাওয়াত দিয়েছেন, আমি আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তিনি আরো বলেন, রোকন আমার খুবই স্নেহের একজন মানুষ হওয়ায় তাকে আমি কোনো কাজে না করতে পারি না। রোকনও সবসময় ছোট থেকে নিজেকে সামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে রেখে আজ ২টি হাসপাতাল এবং ২টি পত্রিকার মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। রোকনও একদিন ইলিয়াস কাঞ্চনের মত এরকম সম্মাননা পাবেন বলে আশা করছি। আমি ‘নিরাপদ সড়ক চাই’-এর উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়