প্রকাশ : ১৪ মার্চ ২০২২, ০০:০০
মতলব উত্তর থানার পুলিশ গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ বিল্লাল (৩২)কে আটক করেছে। গতকাল ১৩ মার্চ ছেঙ্গারচর বাজারের উত্তরে দারুল উলূম কারী মিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের পূর্ব পার্শ্বে কাঁচা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়।
থানা সূত্রে জানা যায়, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামালের নেতৃত্বে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাসুদের তদারকীতে থানার এসআই (নিরস্ত্র) আবদুল আউয়াল, এএসআই (নিরস্ত্র) মোঃ সোহাগ ও ফোর্সদের সহযোগিতায় ছেঙ্গারচর বাজারের উত্তরে দারুল উলূম কারী মিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের পূর্ব পার্শ্বে কাঁচা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী মোঃ বিল্লাল (৩২) কে ০১ (এক) কেজি গাঁজাসহ আটক করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করতো প্রয়োজনীয় সংখ্যক পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ বলেন, মাদকের বিষয়ে আমরা জিরো টলারেন্স নীতি অবলম্বন করে অভিযান পরিচালনা করছি। মাদকের সাথ সম্পৃক্ত কেউ ছাড় পাবে না।