প্রকাশ : ১৪ মার্চ ২০২২, ০০:০০
মার্চ-এপ্রিল দুই মাস নদীতে সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছ সরকার। কিন্তু এ নিষেধাজ্ঞা না মানায় মেঘনা নদী থেকে ৩টি নৌকাসহ ৫ জেলেকে আটক করেছে নৌপুলিশ।
গত ১৩ মার্চ রোববার চাঁদপুরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে নৌপুলিশ জাটকাসহ বিভিন্ন ধরনের মাছ ধরার অপরাধে ৩টি ইঞ্জিন চালিত নৌকাসহ ৫ জেলেকে আটক করে। আটককৃতরা হলেন : চাঁদপুর পৌরসভার টিলাবাড়ি এলাকার তৈয়ব আলীর পুত্র শাহজাহান (২৮), ছাদেক আলীর পুত্র আলামিন ছৈয়াল, ইদ্রিস আলী বেপারীর পুত্র জিহাদ হোসেন (২০), ইব্রাহিমপুর ইউনিয়নের চর ফতেহপুর এলাকার মাছুদ খাঁর পুত্র রাসেল খাঁ ও হাইমচর চর ভৈরবী এলাকার আব্দুল করিম মোল্লার পুত্র আক্তার হোসেন (৪২)।
অভিযানে নেতৃত্ব দেন নৌ পুলিশের ওসি কামরুজ্জামান। তিনি তাঁর বক্তব্যে বলেন, জাটকা রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।