শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৪ মার্চ ২০২২, ০০:০০

জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর জেলা যুবদলের উদ্যোগে চাল, ডাল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১৩ মার্চ রোববার বিকেলে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ মিলন।

চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিকের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহারের পরিচালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক সরোয়ার গাজী, পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান কবির খোকা, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম নজু প্রমুখ।

সমাবেশে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সালাউদ্দিন, পারভেজ আলম রবিন, সহ-সাধারণ সম্পাদক সোহেল গাজী, জসিম উদ্দিন মাতাব্বর, সহ-সাংগঠনিক সম্পাদক হিরণ মাঝি, সহ-দপ্তর সম্পাদক ইউসুফ মিয়াজী, সহ-দপ্তর সম্পাদক রাসেল খান পায়েল, হাইমচর উপজেলা যুবদলের আহ্বায়ক জহির মিয়াজী, মতলব উত্তর উপজেলা যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদ জামাল টিপু, মতলব দক্ষিণ উপজেলা যুবদলের আহ্বায়ক মুজাহিদুল ইসলাম কিরন, ছেঙ্গারচর পৌর যুবদলের আহ্বায়ক উজ্জ¦ল ফরাজী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশ্রাফুল আলম, মতলব পৌর যুবদলের আহ্বায়ক মজিবুর রহমান সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন, কচুয়া উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন মজুমদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান স্বপন, সদস্য সচিব অ্যাডঃ মাসুদ প্রধানিয়া, কচুয়া পৌর যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক দুলাল হোসেন, হাজীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আক্তার হোসেন দুলাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবীর সুমন, সদস্য সচিব কাজী ডালিম, হাজীগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান সেলিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিল্লাল পাটওয়ারী, শাহারাস্তি উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডঃ সোহেল, সদস্য সচিব এহতেশামুল গনি, শাহরাস্তি পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন নয়ন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আঃ কাইয়ুম রিপন, ফরিদগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মহসিন মোল্লা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম নান্টু, সদস্য সচিব আঃ মতিন, ফরিদগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক ইমাম হোসেন, সদস্য সচিব আমিন মিজি প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, সরকারের দুর্নীতি এবং অব্যবস্থাপনার কারণে আজকে চাল, ডাল, তেল গ্যাসসহ সকল নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি পেয়েছে। সাধারণ মানুষ অনেক দুঃখ-কষ্টে আছে। জনস্বার্থে আমাদের শান্তিপূর্ণ এই কর্মসূচি।

আগামী দিনে গণতন্ত্র রক্ষা এবং জনগণের মৌলিক দাবি আদায়ে যে কোনো আন্দোলন-সংগ্রামে যুবদল রাজপথে আছে এবং থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়