প্রকাশ : ১৩ মার্চ ২০২২, ০০:০০
চাঁদপুরবাসীসহ দেশবাসী জানেন যে, চাল-ডাল-ভোজ্যতেলসহ নিত্যপণ্যের দাম আকাশ ছোঁয়ার কারণে শ্রমজীবী মেহনতী মানুষসহ মধ্যবিত্ত পরিবারের সংসার পরিচালনা করতে তারা অত্যন্ত কঠিন পরিস্থিতিতে আছে। এছাড়াও সংসারের খরচ, সন্তানদের শিক্ষা ব্যয়, চিকিৎসা ব্যয়, বৃদ্ধ পিতা-মাতার অন্যান্য খরচ নির্বাহ করতে তারা হিমশিম খাচ্ছেন। যার কারণে সংসারে মনোমালিন্য চলছেই।
এ অবস্থায় মড়ার উপর খাড়ার ঘায়ের মতো অবস্থা। সরকার মার্চ মাসেই আরো কঠিন পরিস্থিতির মধ্যে এই শ্রমজীবী-দরিদ্র-মধ্যবিত্ত মেহনতী মানুষকে মহাবিপদের দিকে ঠেলে দিচ্ছে বিদ্যুৎ-গ্যাস-মবিল ও পানির দাম বৃদ্ধির ঘোষণা দিয়ে। কথাগুলো বলেছেন বাসদ চাঁদপুরের নেতৃবৃন্দ।
দেশের প্রত্যেকটি পরিবারকে অনিশ্চিত জীবনের দিকে ঠেলে দেয়ার প্রতিবাদে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, চাঁদপুর শহর শাখার উদ্যোগে ১০ মার্চ বৃহস্পতিবার বিকেল ৫টায় কালীবাড়ি শপথ চত্বরের সামনে এক সমাবেশ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা বাসদের সমন্বয়ক কমরেড শাহজাহান তালুকদার, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সভাপতি দিপালী রাণী দাস, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সদর উপজেলা আহ্বায়ক আবু তাহের বন্দুকসী প্রমুখ।