শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৩ মার্চ ২০২২, ০০:০০

শাহরাস্তির সূচীপাড়া ডিগ্রি কলেজে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান
মোঃ আবুল কালাম ॥

শাহরাস্তির সূচীপাড়া ডিগ্রি কলেজে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালিত হয়েছে। এ উপলক্ষে ৩ দিনব্যাপী কলেজের পক্ষ থেকে জাতীয় সঙ্গীত, কবিতা আবৃত্তি, গান, উপস্থিত বক্তৃতা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। শনিবার বেলা সাড়ে ১২টায় কলেজ মিলনায়তনে অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। ক্রীড়া শিক্ষক ফারুকুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে বক্তব্য দেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা মোঃ আইউব আলী। এতে আরো বক্তব্য দেন ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ সহকারী অধ্যাপক মোঃ আবুল কালাম, সহকারী অধ্যাপক মোঃ শাহজামাল, শিক্ষার্থী আবরার মাহির, আরিফ হোসেন ও সাদিয়া ইসলাম। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারকারীদের উপস্থাপনা উপস্থাপিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান শেষে অধ্যক্ষ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধার হাতে পুরস্কার তুলে দেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়