প্রকাশ : ০৩ আগস্ট ২০২৪, ০০:০০
কোটা সংস্কার আন্দোলনে ঢাকায় গুলিবিদ্ধ ফরিদগঞ্জের রফিকুল
১৩ দিন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের বেডে রফিকুলের আর্তনাদ : কেউ আমার চাচারে একটু খবর দেবেন
শুক্রবার (১৯ জুলাই) রাজধানী ঢাকার তেজগাঁও এলাকার নাখালপাড়া রেললাইনে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার সময় বাসা থেকে বের হলে রেললাইনে গুলিবিদ্ধ হয় শিশু রফিকুল। পরে স্থানীয়রা সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। সেই থেকে হাসপাতালের ২০৬ নম্বর ওয়ার্ডের ২৩ নম্বর বেডে গুলিবিদ্ধ ক্ষত পা নিয়ে চিকিৎসাধীন অবস্থায় একাই পার করছে ১৩টি দিন। এতোগুলো দিন পার হলেও তার পায়ে গুলিবিদ্ধ হওয়ার কথা জানে না রফিকুলের পরিবারের কেউই।
ডান পায়ে গুলিবিদ্ধ হওয়া রফিকুল ফরিদগঞ্জ উপজেলার পাটওয়ারী বাড়ির বেলাল হোসেনের ছেলে। নিজ বাড়ি ও বাবার নাম ঠিক মতো বলতে পারলেও বলতে পারছে না নিজ গ্রামের নাম। জানা নেই পরিবারের কোনো সদস্য কিংবা নিকটাত্মীয় কারো মোবাইল নম্বরও। তাই স্বজনদের কেউই জানতে পারেনি তার গুলিবিদ্ধ হওয়ার কথা।
‘কীভাবে ঢাকায় এলে’ এমন প্রশ্ন করতেই রফিকুল জানায়, ঢাকার তেজগাঁও নাখালপাড়া এলাকায় হোটেল ব্যবসায়ী চাচা হেলালের সাথে সেখানকার একটি সাততলা ভবনের চারতলায় থাকে সে। মুঠোফোন নম্বর না থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি তার চাচার সাথেও। এ সময় কান্নাজড়িত কণ্ঠে রফিকুল বলে ওঠে, ‘কেউ আমার চাচার একটু খবর দেবেন’।