মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার
  •   দৈনিক ইনকিলাবের প্রশাসনিক কর্মকর্তা শহীদুল্লাহ্ মিজির দাফন সম্পন্ন
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা

প্রকাশ : ০২ আগস্ট ২০২৪, ০০:০০

চাঁদপুর জেলা আওয়ামী লীগের শোক মিছিল

দেশের উন্নয়ন যারা পছন্দ করে না, তারা এখন ষড়যন্ত্রে লিপ্ত : নাসির উদ্দিন আহমেদ

স্টাফ রিপোর্টার ॥
চাঁদপুর জেলা আওয়ামী লীগের শোক মিছিল

সম্প্রতি ঘটে যাওয়া হীন রাজনৈতিক উদ্দেশ্যকে সামনে রেখে বিএনপি-জামায়াতের সশস্ত্র সন্ত্রাসী বাহিনী ঢাকা সহ সারা দেশে নারকীয় তাণ্ডব ও হত্যাযজ্ঞ চালিয়েছে। এ সন্ত্রাস ও হত্যাকাণ্ডে সহিংসতায় সারাদেশে নিহতদের স্মরণে চাঁদপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১ আগস্ট বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে হতে শোক মিছিল বের করা হয়। মিছিলের নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল।

শোক মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়। সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটোয়ারী দুলালের পরিচালনায় সংক্ষিপ্ত বক্তব্যে সভাপতি নাছির উদ্দিন আহমেদ বলেন, কোটা আন্দোলনের নামে ছাত্রদের মাঝে তারা প্রবেশ করে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি করেছে আমরা তাদের ছাড় দেব না। নৈরাজ্য সৃষ্টিকারীদের কারণে এ দেশে প্রায় দেড় শতাধিক নিরীহ মানুষের জীবন দিতে হয়েছে। আমরা এই অপশক্তির কাছে মাথা নত করবো না। যত বাধা-বিপত্তি আসবে আমরা তাদের কাছে মাথা নত করবো না। তাদের রাজপথে প্রতিহত করবো।

তিনি বলেন, দেশের উন্নয়ন যারা পছন্দ করে না, তারা এখন ষড়যন্ত্রে লিপ্ত। এ ব্যাপারে দলের সব পর্যায়ের নেতা-কর্মীদের সজাগ থাকার আহ্বান জানানো হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুর রশিদ সরদার, সন্তোষ চন্দ্র দাস, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ মোঃ জহিরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডঃ রুহুল আমিন সরকার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, দপ্তর সম্পাদক শাহ আলম মিয়া, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন মজুমদার, সাংস্কৃতিক সম্পাদক অ্যাডঃ জসীম উদ্দীন মিঠু, সদস্য আলহাজ্ব মোঃ বেলায়েত হোসেন বিল্লাল, অ্যাডঃ বদিউজ্জামান কিরণ, চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ছিদ্দিকুর রহমান ঢালী, পৌর আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক মঞ্জুর আহমেদ মঞ্জু, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক দেওয়ান, সদর থানা যুবলীগের সাবেক সভাপতি মোঃ নাজমুল হোসেন পাটওয়ারী, জাতীয় শ্রমিক লীগের সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ অহিদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি অ্যাডঃ আতাউর রহমান পাটোয়ারী, আওয়ামী ওলামা লীগ চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক হাজী মাওলানা মোঃ কেফায়েত উল্লাহ, যুগ্ম আহ্বায়ক প্রভাষক মোঃ জাহাঙ্গীর হোসাইন, বিদ্যুৎ শ্রমিক লীগের সভাপতি ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক শাহ্ আলম ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি অ্যাডঃ মোহাম্মদ আলী মজুমদার।

এছাড়াও পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খোরশেদ আলম হাওলাদার, সাধারণ সম্পাদক রুবেল হাওলাদার ছিডু, সাংগঠনিক সম্পাদক মোঃ বাদল গাজী, মহিলা লীগের নেত্রী রেনু বেগমসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়