বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪  |   ৩২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১৭ জুলাই ২০২৪, ০০:০০

কোটা সংস্কার আন্দোলন : চাঁদপুরেও ছাত্র বিক্ষোভ ॥ মুখোমুখি শিক্ষার্থী-ছাত্রলীগ

পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥
কোটা সংস্কার আন্দোলন : চাঁদপুরেও ছাত্র বিক্ষোভ ॥ মুখোমুখি শিক্ষার্থী-ছাত্রলীগ

কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে চাঁদপুরেও ছাত্র বিক্ষোভে উত্তাল ছিল শহর এলাকা। আন্দোলনরত শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে কয়েক দফা মুখোমুখির ঘটনা ঘটেছে। তবে বড় ধরনের কোনো সহিংস ঘটনা ঘটেনি। পাল্টাপাল্টি ধাওয়া ও হামলায় উভয় পক্ষের কয়েকজন আহত হবার খবর পাওয়া গেছে। পরে ঘটনাস্থলে পুলিশী হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ছাত্রলীগ নেতৃবৃন্দ অভিযোগ করেন, তারা আন্দোলনরত শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে আন্দোলন করার কথা বলেন এবং কোনোভাবে সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি না করার জন্য অনুরোধ করেন। তাদের অনুরোধে অনেক সাধারণ শিক্ষার্থী সড়ক ছেড়ে দিয়ে চলে গেলেও শিবিরের কিছু ছাত্র আমাদের উপর ইট-পাটকেল নিক্ষেপ করে। তখন আমাদের ৫/৬ জন নেতা-কর্মী আহত হয়।

গতকাল ১৬ জুলাই মঙ্গলবার বিকেল তিনটার সময় চাঁদপুর হাসান আলী সরকারি হাইস্কুল মাঠে বিক্ষোভ কর্মসূচির জন্য জড়ো হয় কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা। ‘চাঁদপুরের সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীদের’ ব্যানারে দেশের বিভিন্ন জায়গায় সাধারণ শিক্ষার্থীদের ওপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে ও কোটা সংস্কারের দাবিতে এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় ।

চাঁদপুরের ব্যস্ততম এলাকা বাসস্ট্যান্ড ফয়সাল শপিং কমপ্লেক্সের সামনে, মিশন রোড মাথা, অঙ্গিকারের সামনে মুক্তিযোদ্ধা সড়ক ও বাইতুল আমিন মসজিদ চত্বর এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করে আন্দোলনরত শিক্ষার্থীরা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক শ’ শিক্ষার্থী বিক্ষোভে যোগ দেয়।

এ সময় জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের নেতৃত্বে ছাত্রলীগের নেতা-কর্মীরাও সড়কে অবস্থান নিলে উভয়ে মুখোমুখি হয়। শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করে চলে যাওয়ার জন্য ছাত্রলীগ নেতারা তাদের অনুরোধ করেন। সে সময় কয়েক দফা উত্তেজনা সৃষ্টি হয়। তখন সেখানে ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে কয়েকজন আহত হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত ও সঙ্গীয় ফোর্স দুই পক্ষকে নিবৃত করার চেষ্টা করে। এ সময় চাঁদপুর শহর জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক দেখা দেয়। পুলিশ তৎপর থাকায় দুই পক্ষের মধ্যে বড় ধরনের সংঘাত সৃষ্টি হয়নি।

এক পর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীরা বিকেল চারটার দিকে মিশন রোড ও লেকের পাড় মুক্তিযোদ্ধা সড়কে মিছিল করে। পরে চাঁদপুর শহরের বাইতুল আমিন মসজিদ চত্বর এলাকায় অবস্থান নেয় এবং জাতীয় পতাকা হাতে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করে। এ সময় সড়কে যান চলাচল স্বাভাবিক রাখা এবং জনদুর্ভোগ লাঘবে উপস্থিত পুলিশ কর্মকর্তা শিক্ষার্থীদের দ্রুত কর্মসূচি শেষ করে রাস্তার উপর থেকে সরে যাবার অনুরোধ করেন। পরে সেখানে ছাত্রলীগের একটি মিছিল এসে ধাওয়া করলে আন্দোলনরত শিক্ষার্থীরা সরে যায়। এরপর বাইতুল আমিন মসজিদ চত্বরে ছাত্রলীগ অবস্থান নিয়ে সরকারের পক্ষে বিভিন্ন স্লোগান দেয়। পরে উপস্থিত পুলিশ কর্মকর্তারা ছাত্রলীগের নেতা-কর্মীদেরও এখান থেকে সরিয়ে দেয় এবং বিক্ষোভ, প্রতিবাদ ও উত্তেজনা শান্ত হয়ে পরিস্থিতি স্বাভাবিক হয়।

কোটা সংস্কার আন্দোলনের কয়েকজন শিক্ষার্থী বলেন, আমাদের আন্দোলন যৌক্তিক। এটা রাজনৈতিক আন্দোলন নয়, আমাদের বাঁচা মরার আন্দোলন। তারা অভিযোগ করেন-চাঁদপুরে আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে ছাত্রলীগ বাধা দিয়েছে, হামলা করেছে। কয়েকজন শিক্ষার্থীকে আহত করা হয়েছে।

এদিকে চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন জানান, আমরা তাদেরকে (সাধারণ শিক্ষার্থী) শান্তিপূর্ণ আন্দোলন করতে বলেছি। কিন্তু তারা আন্দোলনের নামে রাস্তা-ঘাট বন্ধ করে জনদুর্ভোগের সৃষ্টি করে। আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিল থেকে আমাদের উপর ইট-পাটকেল নিক্ষেপ করেছে। এতে ছাত্রলীগ নেতা সিয়াম, জসিম, শিহাব, মাসুদসহ কয়েকজন নেতা-কর্মী আহত হয়। আমরা আন্দোলনরত শিক্ষার্থীদের ঘরে ফিরে যেতে বলি এবং বারবার অনুরোধ করি। আমাদের পক্ষ হতে তাদের উপর কোনো ধরনের বাধা বা হামলা করা হয়নি।

ছাত্রলীগের এই কর্মসুচিতে চাঁদপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সোহেল হোসাইন এবং সাধারণ সম্পাদক সাইফ হোসেনের নেতৃত্বে কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরাও ছিল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়