প্রকাশ : ০৭ মে ২০২৪, ০০:০০
বজ্রপাতে মেঘনার বেড়াচাক্কি চরে নারীর মৃত্যু
গতকাল ঝড়-বৃষ্টি চলাকালে চাঁদপুরের মেঘনার পশ্চিমপাড় ঈদগাহ ফেরিঘাট সংলগ্ন বেড়াচাক্কি গ্রামে বজ্রপাতে কুলসুমা বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। জানা যায়, শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার চরসেনসাস ইউনিয়নের বেড়াচাক্কি গ্রামে নেছার উদ্দিন মাঝি নামে স্থানীয় এক কৃষক সয়াবিন ক্ষেতে কাজ করছিলেন। তার স্ত্রী কুলসুম বেগম স্বামীর জন্যে দুপুরের খাবার হিসেবে ভাত নিয়ে গিয়েছিলেন সয়াবিন ক্ষেতে। এ সময় ঝড়সহ বজ্রপাত শুরু হলে কুলসুম বেগম মারা যান। চরসেনসাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম আনোয়ার হোসেন বলেন, সারা দেশে ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়েছে। সবার সতর্ক থাকা উচিত।
ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাসেম খান জানান, তিনি ফেসবুকে বজ্রপাতে এক নারীর মৃত্যুর খবর জেনেছেন।