সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৪, ০০:০০

আজ গ্যাস থাকবে না চাঁদপুরের ৪ উপজেলায়

অনলাইন ডেস্ক
আজ গ্যাস থাকবে না চাঁদপুরের ৪ উপজেলায়

চাঁদপুর জেলা সদর, শাহরাস্তি, হাজীগঞ্জ ও মতলব দক্ষিণ উপজেলায় লাইনে জরুরি মেরামত কাজের জন্য আজ ২৭ এপ্রিল শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

২৬ এপ্রিল দুপুরে এ তথ্য জানান বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি চাঁদপুর কার্যালয়ের ব্যবস্থাপক মোঃ মহিবুর রহমান।

তিনি বলেন, অন্য একটি কোম্পানি গ্যাস লাইনের মেরামত কাজ করবে। এতে জেলার যে-সব স্থানে গ্যাস সংযোগ রয়েছে সেসব স্থানে মাইকিং করা হচ্ছে। গ্রাহকের দুর্ভোগ এড়াতে মেরামত কাজের ফাঁকে ফাঁকে বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহের প্রস্তুতি রাখা হয়েছে।

এছাড়া কোম্পানির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এতদ্বারা বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সব শ্রেণির সম্মানিত গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য শনিবার সকাল ৮টা থেকে ২৮ এপ্রিল রোববার সকাল ৮টা পর্যন্ত চাঁদপুর সদর, শাহরাস্তি, হাজীগঞ্জ ও মতলব দক্ষিণ উপজেলা এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এতে আরও বলা হয়, এ বিষয়ে সচেতন থাকা ও প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্যে বিশেষভাবে অনুরোধ করা হলো। সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত। সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়