রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

‘দক্ষতা নিজের সম্পদ, দক্ষ জনশক্তি দেশের সম্পদ’

স্টাফ রিপোর্টার ॥
‘দক্ষতা নিজের সম্পদ, দক্ষ জনশক্তি দেশের সম্পদ’

চাঁদপুর জেলায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ৩০ জানুয়ারি অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় (পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার)সহ সংশ্লিষ্ট অংশীজন। সেমিনারে সভাপতিত্ব করেন আইএমটি চাঁদপুরের অধ্যক্ষ ড. প্রকৌশলী মোঃ সাকাওয়াৎ আলী।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সঠিক অভিবাসন প্রধানত নির্ভর করে যথাযথ অভিবাসন প্রক্রিয়ার ধাপগুলো অতিক্রম করা এবং প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনের ওপর। উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দক্ষতা উন্নয়ন এবং কারিগরি প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। নিজেকে দক্ষ করতে হলে যে কোনো একটি বিষয়ে কারিগরি জ্ঞান থাকা প্রয়োজন। জনগণ দক্ষ হলেই সে জনশক্তিতে রূপান্তরিত হবে এবং সোনার বাংলা বিনির্মাণ হবে। সহজ কথায় বললে বলতে হয়, দক্ষতা নিজের সম্পদ, দক্ষ জনশক্তি দেশের সম্পদ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়