প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩, ০০:০০
বাংলাদেশ কর্মকমিশন (পিএসসি)-এর সদস্য, সাবেক সিনিয়র সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী ফরিদগঞ্জ পৌরসভা পরিদর্শন করেছেন। বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে পৌরসভায় পৌঁছলে মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীসহ পৌরসভার কর্মকর্তারা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় করেন।
মেয়র আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে পিএসসির সদস্য মাকছুদুর রহমান পাটওয়ারী বলেন, স্বাধীনতার সূর্যসন্তান আপনাদের পৌরসভার মেয়র। যা অবশ্যই পৌরবাসীর গর্বের বিষয়। ইতোমধ্যেই তিনি পৌরসভাকে প্রথম শ্রেণিতে উন্নীত করেছেন। কয়েকটি প্রকল্পের কাজ শীঘ্রই শুরু হবে। আপনারা পৌরবাসীর উন্নয়নে সততার সাথে কর্ম করে যান, অবশ্যই ফল ভালো আসবে। একই সাথে পৌরসভার উন্নয়নে আমার অবস্থান থেকে সহযোগিতার হাত সর্বদা সম্প্রসারিত থাকবে।
সভাপতির বক্তব্য রাখতে গিয়ে আবুল খায়ের পাটওয়ারী বলেন, মাকছুদুর রহমান পাটওয়ারী আমাদের ফরিদগঞ্জবাসীর গর্ব। যে কয়েকজন ব্যক্তির সহযোগিতা নিয়ে আমি ফরিদগঞ্জ পৌরসভাকে প্রথম শ্রেণিতে উন্নীত করেছি, তিনি তার মধ্যে অন্যতম। আমি আশা করবো, আগামী দিনগুলোতে পৌরসভার উন্নয়নে তিনি সহযোগিতার হাত অব্যাহত রাখবেন।
এ সময় আরো বক্তব্য রাখেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতাদের একজন খন্দকার মোস্তফা কামাল, পৌর নির্বাহী কর্মকর্তা শাহ আবু সুফিয়ান ও নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আঃ মান্নান পরান, সহকারী প্রকৌশলী দেলওয়ার হোসেন, ক্যাশিয়ার গিয়াস উদ্দিন প্রমুুখ।