বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

প্রবীর চক্রবতী ॥

ফরিদগঞ্জে নিখোঁজের ৪ দিন পর মোঃ আব্দুল সাত্তার (৮৫) নামে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার হয়েছে। উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের বালিচাটিয়া গ্রাম ৫ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। মৃত আব্দুল সাত্তার একই উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের কুতুবপুর গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে। তিনি ৪ মেয়ে ও ৩ পুত্র সন্তানের জনক।

মৃতের বড় ছেলে মোঃ শহীদ হোসেন জানান, গত ৪ দিন পূর্বে শনিবার তার বোন পারুলের বাড়ি থেকে নিখোঁজ হন তিনি। নিখোঁজ হওয়ার পর থেকে তার সকল আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে মাইকিং করেও তার খোঁজ করা হয়।

অবশেষে ৫ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে বালিচাটিয়া গ্রামের নোয়া রাজা খাঁন বাড়ির পাশে একটি ডোবাতে অজ্ঞাত মরদেহ দেখতে পায় ওই এলাকার জহির হোসেন নামের এক যুবক। এ সময় তিনি ডাক-চিৎকার দিলে মুহূর্তের মধ্যে স্থানীয়রা এসে জড়ো হয়ে পুলিশকে সংবাদ দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে আব্দুল সাত্তারের বড় ছেলে মোঃ শহীদ হোসেন বাবার মরদেহ শনাক্ত করে।

বিষয়টি নিয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ মন্ডল জানান, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ-ফরিদগঞ্জ) সার্কেল পংকজ কুমার দেসহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করে মৃতের মরদেহ উদ্ধার করি। এ সময় তার স্বজনদের কোনো অভিযোগ না থাকায় আইনী বিধান মেনে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়