প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা করেছে হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপিসহ সহযোগী সংগঠনেরর হাজার হাজার নেতা-কর্মী। বর্ণাঢ্য র্যালিতে এ যাবৎকালের সেরা জনসমাগম করেছে দলটি। ২ সেপ্টেম্বর শনিবার বিকেলে হাজীগঞ্জ বাজারে এই সমাবেশ করে বিএনপি। এ সময় জন্মদিনের কেক কাটা হয়।
এদিন বিকেলে হাজীগঞ্জ মডেল সরকারি পাইলট হাইস্কুল এন্ড কলেজের সম্মুখ থেকে হাজার হাজার নেতা-কর্মীর অংশগ্রহণে র্যালি বের হয়ে হাজীগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে নেতা-কর্মীরা। এ সময় হাজার হাজার নেতা-কর্মীর অংশগ্রহণে আয়োজিত র্যালিতে শ্লোগানে হাজীগঞ্জ বাজার মুখরিত হয়ে ওঠে। নেতা-কর্মীদের মিছিলের কারণে হাজীগঞ্জ বাজারে প্রায় আধা ঘণ্টা সকল ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
এর আগে উপজেলার প্রতিটি ইউনিয়ন এবং পৌরসভার ১২টি ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ব্যানার, ফেস্টুন সহকারে মিছিল করে জড়ো হতে থাকে স্কুল সম্মুখে। র্যালি শুরু হওয়ার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী এলাকার প্রধান সমন্বয়ক লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক। এ সময় তিনি বলেন, সরকারের অত্যাচার নির্যাতনে বিএনপি ঘুরে দাঁড়িয়েছে। আমরা এখন সবচেয়ে জনপ্রিয় দল। একদফা দাবিতে চলমান আন্দোলন আরো বেগবান করতে আমাদের নেতা-কর্মীরা প্রস্তত। রাজনৈতিক দৈন্যদশায় পড়ে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে মিথ্যাচার করছে আওয়ামী লীগ। এই মুহূর্তে শেখ হাসিনার পদত্যাগের কোনো বিকল্প নেই। শেখ হাসিনা সরকারের পতনের যে লড়াইয়ে আমরা নেমেছি সে লড়াইয়ে আমাদেরকে জিততে হবে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্য রাজপথে থাকার আহ্বান জানান তিনি।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ রহিম পাটওয়ারীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মনিরুরজ্জামান মনির, সিনিয়র যুগ্মণ্ডসাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান কানু পাটওয়ারী, শেখ আলী আকবর, সাংগঠনিক সম্পাদক এমএ নাফের শাহ, পৌর বিএনপির সহ-সভাপতি আবুল খায়ের মজুমদার, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আকতার হোসেন দুলাল, সদস্য সচিব কাজী জসিম উদ্দিন, যুগ্মণ্ডআহ্বায়ক মোঃ হুমায়ন কবির সুমন, পৌর যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান সেলিম, সদস্য সচিব মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ বিল্লাল হোসেন বেলাল, সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম মিঠু চৌধুরী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল হোসাইন, সদস্য সচিব মোঃ জুয়েল রানা তালুকদার, পৌর ছাত্রদলের আহ্বায়ক আবু ইউসুফ, সদস্য সচিব দ্বীন ইসলাম টগরসহ হাজার হাজার নেতা-কর্মী।