প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
চাঁদপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রভাষক ও জেলা সদর হাসপাতালের সাবেক আরএমও ডাঃ সুজাউদ্দৌলা রুবেলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষসহ শিক্ষকগণ। একইসাথে শোক প্রকাশ করেছেন চাঁদপুর জেলা বিএমএ’র নেতৃবৃন্দ।
চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক ডাঃ হারুন অর রশিদ এবং সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ডাঃ হারুন-অর-রশিদসহ কলেজের শিক্ষকগণ ডাঃ রুবেলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এছাড়া চাঁদপুর জেলা বিএমএ’র সভাপতি ডাঃ সৈয়দ নূরুল হুদা এবং সাধারণ সম্পাদক ডাঃ মাহমুদুন্নবী মাসুমসহ অন্য সদস্যরা জেলা বিএমএর কোষাধ্যক্ষ ডাঃ রুবেলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তাঁরা এক শোক বার্তায় বলেন, আমরা একজন মানবিক এবং গুণী চিকিৎসককে হারালাম। মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা-তিনি যেনো এই মানব সেবক চিকিৎসককে ক্ষমা করে দিয়ে জান্নাতবাসী করেন। আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।