শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

চাঁদপুর মাছঘাটে ইলিশের ওপর ভোক্তা অধিদপ্তরের বাজার মনিটরিং
মিজানুর রহমান ॥

চাঁদপুরে ইলিশের সবচেয়ে বড় বাজার বড় স্টেশন মাছঘাট। অতিরিক্ত দামে ইলিশ বিক্রি বন্ধে বাজার তদারকি অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তর জেলা কার্যালয় টিম। তাদের সহযোগিতা করেন চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। ২ সেপ্টেম্বর শনিবার দুপুরে ইলিশ মাছের ওপর বাজার মনিটরিং করা হয়। এ সময় কাউকে জরিমানা না করলেও সবাইকে আইনি সতর্ক করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নূর হোসেন জানান, আড়তদার, পাইকারী বিক্রেতা ও খুচরা বিক্রেতা সবাইকে ভাউচার রেখে ন্যায্য দামে ইলিশ মাছ বিক্রি করতে বলা হয়েছে। কেউ অন্যায়ভাবে অন্যায্যভাবে অতিরিক্ত দামে ইলিশ মাছ বিক্রি করলে তাকে আইনের আওতায় আনা হবে। তবে আজ কোনো মাছ বিক্রেতাকে জরিমানা করা হয়নি, সবাইকে আইনি সতর্ক করা হয়েছে। এখন থেকে আড়তদার, পাইকারী বিক্রেতা এবং খুচরা বিক্রেতাগণকে পাকা ভাউচার রাখতে বলা হয়।

এছাড়াও অনলাইন মাছ বিক্রেতাগণ যেন সমিতিতে নাম এন্ট্রি করে মাছ বিক্রি করে তা সমিতির সভাপতিকে নিশ্চিত করা এবং তার একটা লিস্ট ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তর কার্যালয়ে দেয়ার জন্য তাদেরকে বলা হয়েছে।

এদিকে একইদিন বাজার তদারকি অভিযানে চাঁদপুর শহরের মিনি মার্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্যবিহীন পণ্য বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক এ জরিমানা আরোপ ও আদায় করা হয় বলে জানিয়েছেন ভোক্তা দপ্তরের ওই কর্মকর্তা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়