প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, এখন আমাদের কাছে বড় চ্যালেঞ্জ হচ্ছে গণতন্ত্রকে পুনরুদ্ধার করা। দেশ একাত্তর সালে একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ ও মানুষের অধিকার ফিরিয়ে দেয়ার চেতনা নিয়ে সংগ্রাম-লড়াই করেছিলো। সেই জায়গায় ফিরে যেতে হবে এবং গণতন্ত্রকে আবার প্রতিষ্ঠিত করতে হবে। আজকে আওয়ামী লীগ গণতন্ত্রকে হরণ করেছে, জনগণের অধিকার কেড়ে নিয়েছে। ভয়াবহ একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে। তার বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে এবং জনগণের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।
১ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে উপজেলার লুধুয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচন কোনোভাবেই সুষ্ঠু হবে না। বাংলাদেশের মানুষ ভালো নেই। গুম, খুন ও দুর্নীতিতে দেশের সাধারণ মানুষ ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে রয়েছে। আন্দোলন-সংগ্রামের মাধ্যমে সরকারের পতন ঘটাতে মতলব বিএনপি ঐক্যবদ্ধ।
ড. জালাল উদ্দিন আরো বলেন, দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পাশাপাশি বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি তেলের দাম বহুগুণ বেড়েছে। দেশে বিদ্যুৎ নেই, কয়লা নেই। কয়লার অভাবে অনেক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গেছে। অথচ তারা (আওয়ামী লীগ) সংসদে বলেছিল, দেশে এত পরিমাণ বিদ্যুৎ আছে, বিদ্যুৎ নেয়ার কোনো লোক থাকবে না। বিদ্যুতের এখন কী অবস্থা? সারাক্ষণ লোডশেডিং থাকে। এই সরকার সর্বদা মিথ্যা কথা বলে। দেশের মানুষ এদের ছল-চাতুরি এবং মিথ্যা জেনে গেছে। দেশের মানুষ এদের আর বিশ্বাস করে না।
তিনি আরও বলেন, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে এই সরকার নানাভাবে কটুক্তি করে। অথচ শেখ হাসিনাকে বিদেশ থেকে বাংলাদেশে আসার ব্যবস্থা করেছিলেন শহীদ জিয়া, তাকে বাংলাদেশের রাজনীতি করার সকল সুযোগ-সুবিধা করে দিয়েছিলেন। আজ এই সরকার ভুলে গেছে। কাজেই আর দেরি নয়, দলমত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হয়ে রাজপথের কঠোর আন্দোলনের মাধ্যমে এই সরকারকে বিদায় করতে হবে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন হবে।
মতলব উত্তর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডঃ ফজলুল হক সরকার হান্নানের সভাপতিত্বে ও ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধানের সঞ্চালনায় বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল হক জিতু, সদস্য আলমগীর সরকার, মতলব দক্ষিণ উপজেলার বিএনপির সভাপতি এনামুল হক বাদল, ছেংগারচর পৌর বিএনপির সভাপতি নান্নু প্রধান, মতলব দক্ষিণ পৌরসভা বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার, মতলব উত্তর যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনু, সিনিয়র যুগ্মণ্ডআহ্বায়ক রাশেদুজামান টিপু, মতলব উত্তর ছাত্রদলের সভাপতি নূরুল হুদা ফয়েজী।
এ সময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।