প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
গতকাল ৩১ আগস্ট চাঁদপুর সার্কিট হাউজের সম্মেলন কক্ষে আগামী ৬ সেপ্টেম্বর অনুষ্ঠেয় শুভ জন্মাষ্টমী যথাযথভাবে উদযাপনের নিমিত্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম (সেবা) এবং চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এএসএম মোসা সভাটি সঞ্চালনা করেন।
সভায় চাঁদপুর জেলার সকল উপজেলা থেকে আগত পূজা উদযাপন কমিটির প্রতিনিধিবর্গের মতামত গ্রহণ করা হয়। শুভ জন্মাষ্টমী নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রনয়ণ করা হয় বিভিন্ন পরিকল্পনা।