প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
দেশের অন্যতম ইলিশ অবতরণ কেন্দ্র চাঁদপুর বড়স্টেশন মাছঘাট। পাইকারি ইলিশের বড় মোকাম। এখন রূপালি ইলিশের ভরপুর মওসুম। তা সত্ত্বেও দামে আগুন। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। এখনো ছোট-বড় এক কেজি ইলিশ ৮শ’ টাকা থেকে হাজার-বারোশ’ এবং ১৫০০-১৬০০ টাকা দরে বিক্রি হচ্ছে। বিভিন্ন আড়তে আসা ইলিশের চাকচিক্য সাজানো ঢালার মধ্যে শোভা পেলেও দাম শুনে ক্রেতারা অবাক। অভিযোগ উঠেছে, সিন্ডিকেটের কারণে দাম কমছে না ইলিশের। বৃহস্পতিবার দুপুরে ঘাটে এমনই নজরকাড়া ইলিশের সমারোহ দেখা যায়। ছবি ও প্রতিবেদন : মিজানুর রহমান।