প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩, ০০:০০
চাঁদপুর শহর এলাকার চিহ্নিত মাদক কারবারি ডাইল বাবুল এবার ফরিদগঞ্জ থানাধীন সকদি রামপুর গ্রামে ১৫ কেজি গাঁজাসহ ধরা পড়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের একটি টিম ২৬ আগস্ট বিকেলে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাকে ধরতে সক্ষম হয়। সহকারী পরিচালক একেএম দিদারুল আলম জানান, তার সার্বিক তত্ত্বাবধানে ও নির্দেশনায় গঠিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় চাঁদপুরের টিম পরিদর্শক সেন্টু রঞ্জন নাথের নেতৃত্বে শনিবার বিকেল ৪টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে ফরিদগঞ্জ থানাধীন সকদিরামপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ১৫ (পনর) কেজি গাঁজাসহ শাহাদাৎ হোসেন বাবুল (৬৩) ওরফে ডাইল বাবুলকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। তার পিতার নাম মৃত দেওয়ান মোঃ ছিদ্দিকুর রহমান, সাং-পুরাতন আদালত পাড়া, নতুনবাজার, চাঁদপুর।
এ বিষয়ে পরিদর্শক সেন্টু রঞ্জন নাথ বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।