প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩, ০০:০০
ফরিদগঞ্জে গলায় ফাঁস দিয়ে ফাতেমা বেগম (২২) নামক এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের বালিচাটিয়া গ্রামে ২৭ আগস্ট রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। মৃত ফাতেমা বেগম ওই গ্রামের সৌদি প্রবাসী মোঃ সাহাবুদ্দিনের স্ত্রী। তিনি এক সন্তানের জননী। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
মৃতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য মোঃ কামাল হোসেন জানান, দুপুরে পরিবারের সবাই এক সাথে খাওয়াদাওয়া শেষে ফাতেমা বেগম তার বসতঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন। বিকেলে ফাতেমা বেগমের শাশুড়ি রানী বেগম তাকে ডাকাডাকি করলে কোনো সাড়াশব্দ না পেয়ে চিৎকার দিলে প্রতিবেশীরা এসে ঘরে প্রবেশ করে। এ সময় ঘরের আড়ার সাথে ফাঁস দেয়া অবস্থায় তাকে দেখতে পেয়ে নিজেরাই মাটিতে নামিয়ে ফেলে। স্থানীয় এক চিকিৎসককে ডেকে আনলে তিনি তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ফাতেমা বেগমের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।