প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩, ০০:০০
ফরিদগঞ্জের সাহেবঞ্জ এলাকায় এক অসহায় প্রতিবন্ধী যুবককে মালামালসহ দোকান করে দিলো হাদিয়া ফাউন্ডেশন। এছাড়াও হাদিয়া ফাউন্ডেশনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকীর হাদিয়া পেলো অসহায় ৪ পরিবার। ৪টি ছাগল পেয়ে তারা উৎফুল্ল। ফরিদগঞ্জের ঐতিহ্য খেজুর গাছ প্রায় বিলুপ্তির পথে। তাই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৪শ’ খেজুর গাছ রোপণ করে তাক লাগিয়ে দিলো হাদিয়া ফাউন্ডেশনের যুবারা।
২৬ আগস্ট শনিবার সকালে ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ মামুনুর রশিদ পাঠান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদ, স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন, সমাজসেবক ইউসুফ হোসেন ও কাউসার আহমেদ।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, কয়েক বছর আগেও মাঠে অনেক খেজুর গাছ ছিল। এলাকায় অনেক গাছি খেজুর গাছ কাটতেন। কিন্তু এখন আর এসব দেখা যায় না। শীতকালে আমাদের গ্রামে পিঠাণ্ডপুলির উৎসবমুখর আমেজ থাকতো। খেজুর গাছ ও গাছির অভাবে বর্তমান তরুণ প্রজন্ম সেই আমেজ থেকে বঞ্চিত হচ্ছে। ফরিদগঞ্জের গ্রামে গঞ্জে এক সময়ের এই ঐতিহ্য আজ যাদুঘরে যাওয়ার উপক্রম হয়েছে। এজন্যে হাদিয়া ফাউন্ডেশনের চিন্তা ভাবনা বাঙালির চিরচেনা ঐতিহ্য ফিরিয়ে আনা যায় কি না। মূলত গ্রাম বাংলার ঐতিহ্য টিকিয়ে রাখতে হাদিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে খেজুর গাছ রোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
হাদিয়া ফাউন্ডেশনের উপদেষ্টা কমিটির সদস্য ও কুমিল্লা সিটি কর্পোরেশনের হিসাব রক্ষক আইন সহকারী মোঃ নুর নবী আজাদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সামছুল ইসলাম রনির সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ জাফর হোসেন, জিহাদ হাসান, প্রবাসী কল্যাণ উপদেষ্টা মোঃ আরিফ হোসেন, সদস্য রায়হান চৌধুরী, ইসমাইল হোসেন ফাহাদসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, হাদিয়া ফাউন্ডেশন নামের স্বেচ্ছাসেবী এ সংগঠনটি ফরিদগঞ্জ উপজেলায় গত দু বছর পূর্বে প্রতিষ্ঠার পর থেকে দেশের বিভিন্ন জেলা-উপজেলায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, ইফতার, ঈদ উপহার সামগ্রী, অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী, দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান ও হতদরিদ্র পরিবারদের স্বাবলম্বী করতে নানা কর্মসূচি পালন করে আসছে।