প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩, ০০:০০
২৫ বছর পুলিশকে ফাঁকি দিয়ে দেশে ও প্রবাসে থাকার পর অবশেষে পুলিশের কাছে ধরা পড়লেন আব্বাস উদ্দিন নামে এক ব্যক্তি। তিনি ১৯৯৮ সালের পরীক্ষা সংক্রান্ত একটি মামলায় আদালত কর্তৃক ২ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত হন।
পুলিশ সূত্র জানায়, ১৯৯৮ সালে আব্বাসের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় মামলা নং-১৭ (০৫) ৯৮, জিআর-৪৩৭/৯৮, ধারা- সাধাঃ পরীঃ অপঃ আঃ ১৯৮০-এর ৯ (ক) দায়ের হয়। সেই মামলায় চাঁদপুরের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩-এর বিচারক মোঃ আব্বাস উদ্দিনকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানার রায় প্রদান করেন। দীর্ঘ ২৫ বছর পলাতক থাকার পর ফরিদগঞ্জ থানার এএসআই আমজাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার রাতে উপজেলা সদরের আল-মদিনা হাসপাতাল এলাকা থেকে থেকে তাকে আটক করে। পরে তাকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়। আব্বাস উদ্দিন কাছিয়াড়া গ্রামের আঃ জব্বার পাটওয়ারীর ছেলে।
ফরিদগঞ্জ থানার ওসি মোঃ আঃ মান্নান আসামী আব্বাসকে আটক পরবর্তী চাঁদপুর আদালতে প্রেরণ করার বিষয়টি নিশ্চিত করেছেন।