প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩, ০০:০০
দেশের প্রবীণ ব্যবসায়ী, সমাজসেবক ও শীর্ষ করদাতা চাঁদপুরের কৃতী সন্তান হাজী মোঃ কাউছ মিয়ার ৯৪তম জন্মবার্ষিকী ২৬ আগস্ট ২০২৩ খ্রিঃ তারিখে পারিবারিক পরিবেশে বর্ণিল আয়োজনে উদযাপন করা হয়েছে। শনিবার রাতে তাঁর ঢাকাস্থ মহাখালী ডিওএইচ আব্বাস গার্ডেনে এ আয়োজনের শুরুতে পুরান ঢাকার বিভিন্ন মসজিদ মাদ্রাসার আলেমদের উপস্থিতিতে দোয়া ও মোনাজাত করা হয়। এরপর পরিবারের সদস্যদের নিয়ে জন্মদিনের কেক কাটা হয়। এ উপলক্ষে হাজী মোঃ কাউছ মিয়ার প্রতিষ্ঠিত হাকিমপুরী জর্দা ব্র্যান্ডের আদলে একটি চমৎকার কেক কাটার আয়োজন ছিলো এবারের জন্মদিন অনুষ্ঠানের উল্লেখযোগ্য দিক।