প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩, ০০:০০
হাজীগঞ্জ শহরের ৫৬নং হাজীগঞ্জ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি (এসএমসি)র সভাপতি হয়েছেন কাজী মোহাম্মদ শাহীদুজ্জামান ঝুটন ও সহ-সভাপতি মোঃ শুক্কুর মোল্লা।
কাজী মোহাম্মদ শাহীদুজ্জামান ঝুটন হাজীগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি হাজীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সদস্য। গত ১৪ আগস্ট এক সভায় বিদ্যোৎসাহী সদস্য হিসেবে কাজী মোহাম্মদ শাহীদুজ্জামানের নাম সভাপতি হিসেবে প্রস্তাব করেন অভিভাবক সদস্য মোঃ নজরুল ইসলাম। প্রস্তাবটি সমর্থন করেন বিদ্যালয়ের প্রতিনিধি সদস্য মোঃ মিজুনুর রহমান তুহিন। সভায় সভাপতি পদে অন্য কোনো নাম না আসায় সর্বসম্মতিক্রমে কাজী মোহাম্মদ শাহীদুজ্জামানকে সভাপতি ঘোষণা করা হয়। তিনি আগামী তিন বছর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।
সভাটি প্রধান শিক্ষক আয়েশা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় অন্য সদস্যগণ উপস্থিত ছিলেন। কাজী মোহাম্মদ শাহীদুজ্জামান ঝুটন জানান, সভায় সর্বসম্মতিক্রমে আমাকে সভাপতি করা হয়েছে এবং ওই সভার রেজুলেশন লেখা হয়েছে। নবগঠিত কমিটিকে চূড়ান্ত অনুমোদন দিবে উপজেলা শিক্ষা কমিটি।