প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩, ০০:০০
হাজীগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ড টোরাগড় গ্রামের স্বর্ণকলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হয়েছেন সাংবাদিক মোহাম্মদ হাবীব উল্যাহ্। বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠনকল্পে প্রধান শিক্ষক মোঃ মোস্তফা কামালের সভাপ্রধানে আয়োজিত এক সভায় উপস্থিত সকল সদস্যের সম্মতিক্রমে এ প্রক্রিয়া সম্পন্ন হয়।
কমিটির অপর সদস্যরা হলেন কাউন্সিলর হাজী মোঃ কবির হোসেন কাজী, মোঃ আবুল হাসেম ও মহিউদ্দিন মোঃ নাজমুস শাহাদাত, উম্মে ফারজানা, রাশেদা আক্তার, সানজিদা খানম, মোঃ মহিন উদ্দিন, জুয়েল রানা, রৌশন আরা খানম ও প্রধান শিক্ষক মোঃ মোস্তফা কামাল (সদস্য সচিব)।
এদিকে স্বর্ণকলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় চাঁদপুর-৫ নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম, উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান গাজী মাঈনুদ্দিন, পৌর মেয়র আ.স.ম. মাহবুব-উল আলম লিপনের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন মোহাম্মদ হাবীব উল্যাহ্।
একই সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, বিদ্যোৎসাহী সদস্য, দাতা ও অভিভাবক প্রতিনিধিসহ এলাকাবাসীকে কৃতজ্ঞচিত্তে অভিনন্দন জানিয়েছেন মোহাম্মদ হাবীব উল্যাহ্। শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়নে কাজ করবেন উল্লেখ করে তিনি তাঁর দায়িত্ব পালনকালীন সময় সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, নব-নির্বাচিত সভাপতি মোহাম্মদ হাবীব উল্যাহ্ পৌরসভাধীন টোরাগড় গ্রামের ভূঁইয়া বাড়ির মরহুম মোহাম্মদ হারুন অর রশিদের ছেলে। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চাঁদপুর সরকারি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স (এমএসএস) সম্পন্ন করেন। বর্তমানে তিনি হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সহ-সভাপতি, হাজীগঞ্জ প্রেসকাবের সদস্য ও হাজীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। তিনি দ্যা ডেইলি অবজারভার ও জাতীয় বাংলা দৈনিক ‘প্রতিদিনের সংবাদ’ উপজেলা প্রতিনিধি ও দৈনিক ‘ইলশেপাড়’ হাজীগঞ্জের ব্যুরো ইনচার্জ পদে আসীন রয়েছেন।
এ ছাড়াও তিনি অনলাইন নিউজ পোর্টাল আরকেনিউজ ৭১ ডটকম-এর প্রধান বার্তা সম্পাদক এবং হাজীগঞ্জ পূর্ব বাজারস্থ ‘হারুন টাইলস্ এন্ড স্যানেটারি’ স্বত্বাধিকারী।