প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩, ০০:০০
কেন্দ্রীয় আওয়ামী মৎসজীবী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি এবং চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে আওয়ামী লীগের মনোনায়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান বলেছেন, গ্রামান্তরের টুঙ্গিপাড়া থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানুষের কল্যাণে নিবেদিত ভাষার অধিকার আদায় থেকে শুরু করে দেশ স্বাধীনতার সংগ্রাম বিনির্মাণ করার জন্যে আত্মত্যাগ করেছেন। প্রতিটা মানুষ যদি মানুষকে ভালোবাসতে জানে, দেশ ও দেশের মানুষকে যারা ভালোবাসতে জানে তারা দেশের কোনো ক্ষতি করতে পারে না।
২৫ আগস্ট শুক্রবার চাঁদপুর রোটারী ভবন মিলনায়তনে আয়োজিত শহীদ হালিমণ্ডলিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, বর্তমান সময়টা ছাত্রদের জন্য খুবই সংকটপূর্ণ। অভিভাবকরা নিজ সন্তানদের অন্যান্য সময়ের চেয়ে আরো অনেক বেশি কেয়ার করতে হবে। দুঃখের সাথে লক্ষ্য করেছি, বর্তমানে উঠতি বয়সের ছেলে-মেয়েরা মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়ছে। সেদিক থেকে অভিভাবকদের সচেতন ভূমিকা রাখতে হবে। সন্তানদের শুধু শিক্ষিত নয়, সুশিক্ষিত হিসেবে গড়ে তুলুন। তাহলেই সে প্রকৃত মানুষ হবে। দেশ ও দেশের মানুষের উপকারে আসবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদেরও ভূমিকা থাকতে হবে।
শহীদ হালিম লিয়াকত স্মৃতি সংসদ চাঁদপুর সদর উপজেলার পরিচালক হাফেজ মোঃ মাহবুব আলম নিশাত-এর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন চাঁদপুর জেলা শহীদ হালিম লিয়াকত স্মৃতি সংসদের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ আবু জাফর মোঃ মাঈনুদ্দিন। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি কেন্দ্রীয় পরিচালনা বোর্ডের নির্বাহী পরিচালক মুহাম্মদ কাউছার আহমেদ রুবেল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা শহীদ হালিমণ্ডলিয়াকত স্মৃতি সংসদের উপদেষ্টা পীরজাদা মাওলানা মোঃ মাহফুজ উল্লাহ খান ইউসূফী, মানবতার হাত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ শাহাদাত হোসেন খান, চাঁদপুর গণি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ ওবায়দুর রহমান সরকার (মোহন), চাঁদপুর জেনারেল হাসপাতালের পরিচালক মোঃ সোহেল রানা, সাবেক পরিচালক মুহাম্মদ রুবেল।
চাঁদপুর সদর উপজেলার প্রায় ৮০জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা, পুরস্কার ও সনদ প্রদান অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, শহীদ হালিম লিয়াকত স্মৃতি সংসদের সদস্যসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।