প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩, ০০:০০
জাতীয় পার্টির চেয়ারম্যানের বৈদেশিক বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং চাঁদপুর জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি শেখ সাজ্জাদ রশিদ সুমন বলেছেন, জাতীয় পার্টি এদেশের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে, ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে নয়। আপনারা জাতীয় পার্টির স্বর্ণযুগও দেখেছেন, আবার গত দুই আড়াই দশক ধরে বড় দুটি দলের চিত্র দেখতে পাচ্ছেন। আমরা মানুষকে দুর্ভোগে ফেলে স্বার্থ আদায় করার রাজনীতি করি না। আমাদের চেয়ারম্যান জি এম কাদের সর্বদা অহিংস রাজনীতিতে বিশ্বাস করেন। তাই আগামী নির্বাচনে জাতীয় পার্টি জনগণের বিশ্বাস ও মূল্যায়ন সাথে নিয়ে অবশ্যই চমক দেখাবে।
ফরিদগঞ্জে ইউনিয়ন পর্যায়ে আয়োজিত জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, ফরিদগঞ্জবাসী আগামী ক’মাস আমার জন্য কাজ করেন, আমি ওয়াদা দিচ্ছি আপনাদের ঋণ পরিশোধে আমি আগামী ৫ বছর রাত-দিন কাজ করবো। আমি সকল দলমতের মানুষদের সাথে নিয়ে স্মার্ট ফরিদগঞ্জ গড়বো। আমি ইতিমধ্যেই পুরো ফরিদগঞ্জ নিয়ে কিভাবে কাজ করবো তার একটি পরিকল্পনা করে ফেলেছি। উন্নয়নমূলক কাজ হচ্ছে, কিন্তু তথ্য প্রযুক্তি ব্যবহার করে এবং টেকসই উন্নয়ন করে কীভাবে এই এলাকার মানুষের ভাগ্যের চাকা ঘোরাতে হয়, সেই দিকটা আমি বিশেষভাবে নজর দিবো। আগামী নির্বাচনে আমি জাতীয় পার্টির প্রার্থী হিসেবে আপনাদের কাছে দোয়া এবং ভালবাসা চাই। আশা করছি অতীতে যেভাবে আপনারা লাঙ্গলের জন্যে ভোটের বন্যা বইয়েছেন, আগামী নির্বাচনেও সেই ভোট প্রদান করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন।
২৫ আগস্ট শুক্রবার দুপুরে উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নে এবং বিকেলে বালিথুবা পশ্চিম ইউনিয়নে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়। ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোস্তফা পাটওয়ারীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক মাহফুজ শেখ, উপজেলা যুবসংহতির আহ্বায়ক আনোয়ার হোসেন বাবলু শেখ, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র সমাজের সদস্য সচিব শিবলু সবুজ এবং মুঠোফোনে শুভেচ্ছা জানান জাতীয় যুবসংহতি কেন্দ্রীয় কমিটির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ।
কর্মীসভা শেষে উভয়স্থানে ৫শতাধিক অসহায় পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করেন শেখ সাজ্জাদ রশিদ সুমন।