প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩, ০০:০০
চাঁদপুর মেডিকেল কলেজে সন্ধানী করতে ইচ্ছুক শিক্ষার্থীদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ২৪ আগস্ট বৃহস্পতিবার চাঁদপুর মেডিকেল কলেজ সন্ধানীর অফিস কক্ষে এই ক্যাম্প অনুষ্ঠিত। সন্ধানী রোগী কল্যাণ বিষয়ক কমিটির আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্পে কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
ফ্রি মেডিকেল ক্যাম্প নিয়ে সন্ধানী চাঁদপুর মেডিকেল কলেজ ইউনিট উপ-কমিটির রোগী কল্যাণ বিষয়ক আহ্বায়ক নাকিবুল ইসলাম শুভ বলেন, সন্ধানী চাঁদপুর মেডিকেল কলেজ ইউনিট চাঁদপুরে মানুষের সেবায় কাজ করে যাবে। আমরা আমাদের কার্যক্রম আরো প্রসারিত করবো। সন্ধানী একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সন্ধানী সবসময় বিনামূল্যে রক্তদান ও চক্ষুদান কার্যক্রম পরিচালনা করছে।
সন্ধানী চাঁদপুর মেডিকেল কলেজ ইউনিট উপ-কমিটির আহ্বায়ক সফওয়াত সাইফ উল্লাহ নাফিস বলেন, আমরা আজকে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করছি। ডায়াবেটিস নির্ণয়, ব্লাড প্রেসার, পালস ও ওজন পরিমাপ করছি। এসব দেখে যাদের দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়া দরকার তাদের সেসব বিষয় বলে দিচ্ছি। আমরা আশা করি খুব দ্রুতই চাঁদপুরের বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসায় গিয়ে আরো কিছু ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করবো।
চাঁদপুর জেলার বিভিন্ন স্থান থেকে আগত প্রায় ২২ জন ব্যক্তিকে ফ্রি মেডিকেল ক্যাম্পের আওতায় আনা হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পে ডায়াবেটিস নির্ণয়, ব্লাড প্রেসার, পালস এবং ওজন পরিমাপ করা হয় এবং স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়।
উল্লেখ্য, ফ্রি মেডিকেল ক্যাম্পে সার্বিকভাবে সহযোগিতা করেন চাঁদপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (মেডিসিন) ডাঃ সাইফুল ইসলাম পাটোয়ারী এবং সহকারী অধ্যাপক (সার্জারী) ডাঃ হারুন অর রশিদ।