শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩, ০০:০০

সুজিত রায় নন্দী দুদিনের সফরে আজ চাঁদপুর আসছেন
স্টাফ রিপোর্টার ॥

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চাঁদপুরের কৃতী সন্তান সুজিত রায় নন্দী আজ চাঁদপুর আসছেন। তিনি আজ ২৫ আগস্ট শুক্রবার সকাল ৯টায় নৌ-পথে রওয়ানা হয়ে দুপুর সাড়ে ১২টায় চাঁদপুরে পৌঁছবেন। এরপর চাঁদপুর সদর উপজেলার ১১নং ইব্রাহীমপুর ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা প্রবীণ আওয়ামী লীগ নেতা প্রয়াত আব্দুল কাদের পাটওয়ারী স্মরণে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে যোগ দেবেন। পরে তার কবরে শ্রদ্ধা নিবেদন করবেন। বিকেল ৩টায় জাতীয় শোক দিবস উপলক্ষে চরফতেহজংপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে আলোচনা সভা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। সন্ধ্যা ৬টায় চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভায় মিলিত হবেন। রাতে ফরাক্কবাদে নিজ বাড়িতে রাত্রিযাপন করবেন। পরদিন শনিবার সকালে হাইমচরে শহীদ আব্দুল কুদ্দুস পাটওয়ারীর কবরে শ্রদ্ধা নিবেদন ও তার পরিবারের সাথে সাক্ষাৎ করবেন। পরে চাঁদপুর ও হাইমচরে সদ্য প্রয়াত আওয়ামী লীগ নেতা-কর্মীদের কবরে শ্রদ্ধা নিবেদন করবেন। সন্ধ্যা ৬টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের স্মার্ট কর্ণার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়াও তিনি এই দুদিন রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক ও বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। পরে সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়