প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩, ০০:০০
আজ ২৫ আগস্ট শুক্রবার একদিনের সফরে চাঁদপুর আসছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। তিনি আজ সকাল পৌঁনে ১১টায় চাঁদপুর সার্কিট হাউজে উপস্থিত হবেন এবং সকাল ১১টায় চাঁদপুর সার্কিট হাউজে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আয়োজিত সভায় যোগ দিবেন। বিকেল ৩টায় চাঁদপুর সদর-হাইমচর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে মতবিনিময় করবেন চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ নিজ বাসভবনে। সন্ধ্যা ৭টায় একই স্থানে চাঁদপুর পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক ও পৌরসভার সকল কাউন্সিলরগণের সাথে মতবিনিময় সভায় তিনি মিলিত হবেন। পরদিন ২৬ আগস্ট ভোর ৫টায় তিনি চাঁদপুর হতে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করবেন।