শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩, ০০:০০

ফরিদগঞ্জে নকল সরবরাহকারী শ্রীঘরে
ফরিদগঞ্জ প্রতিনিধি ॥

ফরিদগঞ্জে এইচএসসি পরীক্ষা চলাকালীন নকল সরবরাহের অপরাধে এক কলেজ পিয়নকে হাতেনাতে আটক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ঘটনাটি ২২ আগস্ট মঙ্গলবার উপজেলার গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজ কেন্দ্রের। উক্ত কলেজের অফিস সহকারী মোঃ আরিফ হোসেনের সন্দেহজনক আচরণ দেখে জিজ্ঞাসাবাদ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় তার কাছ থেকে ২টি প্রশ্নের উত্তরসহ কয়েকটি নকল পাওয়া যায়। গুরুতর এই অপরাধের কারণে নির্বাহী ম্যাজিস্ট্রেট পিয়নকে এক মাসের কারাদণ্ড দেন।

এ বিষয়ে গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মুনির চৌধুরী বলেন, তাকে এক মাসের জন্যে কারাদণ্ড দেয়া হয়েছে। বিষয়টি দুঃখজনক।

এ বিষয়ে কেন্দ্র সচিব মোঃ দেলোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিভাইসের মাধ্যমে নকলসহ পিয়নকে সনাক্ত করেন এবং তাকে এক মাসের সাজা দেন। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা পাসেশর হার বেশি দেখানো জন্যে এ নকল সরবরাহের সাথে কোনোভাবেই জড়িত নই।

উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন নাহার বলেন, পরীক্ষা কেন্দ্র ভিজিট করা সময় প্রতিষ্ঠানের গেইটে সন্দেহজনকভাবে কলেজ পিয়নকে জিজ্ঞাসাবাদ করি। পরে তার কাছে পরীক্ষার প্রশ্নের দুটি উত্তরসহ নকল পাওয়া যায়। এ সময় পাবলিক পরীক্ষা আইন ১৯৮০ ধারায় তাকে এক মাসের সাজা দেয়া হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়