প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩, ০০:০০
চাঁদপুর রাইস মিল মালিক ও চাল ব্যবসায়ীদের সাথে পাট অধিদপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ আগস্ট সোমবার সকাল ১১টায় চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির মিলনায়তনে আয়োজিত সভায় সভাপ্রধানের বক্তব্য রাখেন চেম্বার প্রেসিডেন্ট আলহাজ্ব জাহাঙ্গীর আখন্দ সেলিম। তিনি তাঁর বক্তব্যে বলেন, চাঁদপুর আমদানি নির্ভর মোকাম। এখানে অধিকাংশ পণ্যসামগ্রীই আমাদেরকে আমদানি করতে হয়। এ সকল আমদানিকৃত মালামালের অধিকাংশ পণ্যই প্লাস্টিক বস্তায় আমদানি হয়ে থাকে। তাই ব্যবসায়ীগণ ইচ্ছে থাকলেই তা পরিবর্তন করে পাটজাত বস্তায় রপ্তানি করতে পারে না। এর মূল কারণ সময় ও পণ্যের ব্যয়ভার।
তিনি আরও বলেন, তাই পাটজাত বস্তা ব্যবহারে সরকারের সিদ্ধান্ত থাকা সত্ত্বেও আমাদেরকে ইচ্ছের বিরুদ্ধেই প্লাস্টিক বস্তায় তা রপ্তানি করতে হয়। তার মানে এই নয় যে আমরা তা ইচ্ছে করেই করছি। চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সবসময়ই সরকারের গৃহীত আইন কার্যকরে তৎপর রয়েছে। সরকার জনকল্যাণেই আইন প্রণয়ন করেন বলে আমরা মনে প্রাণে তা বিশ্বাস করি। তিনি আইনের বাস্তবায়ন করতে গিয়ে যাতে ব্যবসায়ীদের সাথে আইনপ্রয়োগকারী কর্মকর্তাদের সাথে কোনরূপ সাংঘর্ষিক ঘটনা না ঘটে, সেদিকে সকলকেই তৎপর থাকার অনুরোধ জানান।
বক্তব্য রাখেন পাট অধিদপ্তর চাঁদপুরের মুখ্য পরিদর্শক মোঃ মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ আকরাম হোসেন ও জেলা পাট উন্নয়ন সহকারী মোঃ মাঈন উদ্দিন ভূঁইয়া।
অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি তমাল কুমার ঘোষ।
চেম্বার পরিচালক গোপাল সাহার সঞ্চালনায় বক্তব্য রাখেন রাইস মিল মালিক সমিতির সভাপতি আব্দুর রহিম সরকার, সাধারণ সম্পাদক ও চেম্বার পরিচালক মাঈনুল ইসলাম কিশোর, জেলা চাল ব্যবসায়ী সমিতির সভাপতি চেম্বার পরিচালক পরেশ চন্দ্র মালাকার, সাধারণ সম্পাদক আলহাজ্ব নাজমুল আলম পাটোয়ারী, তফাদার রাইস মিলসের স্বত্বাধিকারী মোঃ বেলায়েত হোসেন তফাদার, মঞ্জিল রাইস মিলর্সের স্বত্বাধিকারী নকিবুল ইসলাম চৌধুরী, বাবা রাইস মিলর্সের স্বত্বাধিকারী ফয়সাল হায়দার চৌধুরী, খাজা রাইস মিলর্সের স্বত্বাধিকারী জিন্নাহ পাটওয়ারী, চাঁদপুর অটো রাইস মিলর্সের স্বত্বাধিকারী মোঃ ইব্রাহিম খালিল, মেঘনা রাইস মিলর্সের স্বত্বাধিকারী বিপ্লব কুমার গোপ, রওশন রাইস মিলর্সের স্বত্বাধিকারী হারুন পাটোয়ারী, চাল ব্যবসায়ী সমিতির নেতা আব্দুর রব মল্লিক সানু, হাজী আবুল বাসার কাশেম প্রমুখ।
এ সময় মৌসুমী রাইস মিলস্রে ব্যবস্থাপনা অংশীদার গোবিন্দ সাহা, রূপালী রাইস মিলসের ম্যানেজার প্রণব কুমার নন্দী, চাঁদপুর চেম্বার অব কমার্সের সচিব আব্দুল মোতালেব শেখ টুটুলসহ চাল ও রাইসমিলর্স মালিকগণ উপস্থিত ছিলেন।