প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩, ০০:০০
জেলা পুলিশের শ্রেষ্ঠ সার্কেল অফিসার, শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (এসআই) ও শ্রেষ্ঠ সহকারী উপ-পরিদর্শক (এএসআই)-এর পুরস্কার পেল হাজীগঞ্জের পুলিশ। গত ২১ আগস্ট সোমবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, পিপিএম, বিপিএম (সেবা) হাত থেকে পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তারা শুভেচ্ছা স্মারক ক্রেস্ট গ্রহণ করেন।
চাঁদপুর পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাতের সঞ্চালনায় পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রণীত অভিন্ন মানদণ্ডের আলোকে সর্বাধিক নম্বরপ্রাপ্ত জেলার বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের মাঝে শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এ সময় জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসাবে অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পংকজ কুমার দে, শ্রেষ্ঠ এসআই হাজীগঞ্জ থানার উপ-পরির্দশক মোঃ মিছবাহুল আলম চৌধুরী ও শ্রেষ্ঠ এএসআই (সহকারী উপ-পরিদর্শক) পলাশ মজুমদার পুলিশ সুপারের কাছ থেকে শুভেচ্ছা স্মারক গ্রহণ করেন।
এর আগে সভার শুরুতে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ উপলক্ষে জেলা পুলিশ কর্তৃক বিনম্র শ্রদ্ধা জ্ঞাপনে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পুলিশ সুপার সভায় উপস্থিত অফিসার ও ফোর্সের কল্যাণমূলক কথা শুনেন এবং পুলিশের সুযোগ-সুবিধা সংক্রান্ত বিষয়সমূহ নিয়ে আলোচনা শেষে পুরস্কার বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পংকজ কুমার দে, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মোঃ আবুল কালাম চৌধুরীসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।