শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩, ০০:০০

কচুয়ার শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ
মোহাম্মদ মহিউদ্দিন ॥

কচুয়ায় শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজে জনবল কাঠামো ও এমপিও নীতিমালা লঙ্ঘন করে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। গতকাল ৩ আগস্ট বৃহস্পতিবার এলাকাবাসীর পক্ষে অভিভাবক মোঃ আবুল বাশার চাঁদপুরের জেলা প্রশাসক বরাবর একটি অভিযোগ করেন।

অভিযোগের বিবরণে জানা যায়, কলেজে বর্তমানে কর্মরত সহযোগী অধ্যাপক মোঃ মনিরুজ্জামানকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয়ার জন্যে প্রায় ৪ বছর যাবৎ বারবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ও নিয়োগ বোর্ড গঠন করে কলেজের লক্ষ লক্ষ টাকা ব্যয় করা হয়েছে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনোনয়নের ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনিয়রিটি অনুযায়ী প্রথম ৫ জনের মধ্যে ১ জনকে নিয়োগ দেয়ার বিধি থাকলেও ২০২২ সালের ৬ সেপ্টেম্বর মোঃ মনিরুজ্জামানের যোগসাজশে ৮ম ব্যক্তি মমিনুর রহমান ভূঁইয়াকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেয়া হয়। নিয়োগ বোর্ডে গভর্নিং বডির সদস্যের স্নাতক সনদ ছাড়াই মনোনয়ন দেয়া হয়েছে। এতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি লংঘিত হয়েছে। পূর্বের ন্যায় সহযোগী অধ্যাপক মোঃ মনিরুজ্জামানের যোগসাজশে একই ডামি প্রার্থী দিয়ে নিয়োগ নির্বাচনী বোর্ডে প্রার্থী মনোনীত করা হয়েছে। গভর্নিং বডির সভাপতিসহ অন্য সদস্যদের মোটা অংকের টাকার বিনিময় তাদেরকে হাত করা হয়েছে। ভুয়া ভাউচারের মাধ্যমে কলেজ তহবিল থেকে অবৈধভাবে আর্থিক লেনদেন করা হয়েছে। যোগ্য ও ভালো প্রার্থী যেন পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারে সে ব্যবস্থা করা হয়েছে। এছাড়া মোঃ মনিরুজ্জামান গভর্নিং বডির মিটিংয়ের নামে সভাপতিসহ সদস্যদের কলেজের নিজস্ব তহবিল হতে প্রচুর অর্থ সম্মানী হিসেবে প্রদান করেন, যা অস্বাভাবিক। মোঃ মনিরুজ্জামান পূর্বে বাতিলকৃত নিয়োগ পরীক্ষায় বোর্ডের সভাপতির চাহিদানুযায়ী অর্থ না পাওয়ায় অধ্যক্ষ প্রার্থী মোঃ মনিরুজ্জামানকে অযোগ্য ও ডামি প্রার্থী বলে নিয়োগ দেননি। পরবর্তীতে সভাপতিকে ম্যানেজ করে মোঃ মনিরুজ্জামানকে নিয়োগ দেয়া হলে বিধি মোতাবেক হয়নি বলে জাতীয় বিশ্ববিদ্যালয় তা বাতিল করে দেয়।

২০২২ সালের ১৮ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক ফাহিমা সুলতানা কর্তৃক প্রেরিত একটি নোটিসে জানা যায়, ২০২০ সালের ২২ সেপ্টেম্বর অধ্যক্ষ নিয়োগ নির্বাচনী বোর্ডে বিশ্ববিদ্যালয়ের মনোনীত প্রতিনিধি দ্বারা ২৩ সেপ্টেম্বর তারিখে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হওয়া অধ্যক্ষ নিয়োগের পূর্বানুমতির আবেদনটি বিবেচনার সুযোগ নেই মর্মে একটি পরিপত্র জারি করা হয়। বিধি মোতাবেক পুনরায় ২টি বহুল প্রচারিত জাতীয় দৈনিক পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে পুনরায় নিয়োগ কার্যক্রম গ্রহণ করার জন্যে বলা হয়। কলেজ গভর্নিং বডির সভাপতি ড. নাজমুল হাসান কলিম উল্যাহ অধ্যক্ষ নিয়োগের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা লঙ্ঘন করে পুনরায় শুক্রবার অধ্যক্ষ নিয়োগের জন্য নিয়োগ বোর্ড গঠন করেন।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ মমিনুর রহমান ভূঁইয়া বলেন, আমি ভারপ্রাপ্ত হওয়ার আগেই রেজুলেশন করা হয়। সে সিদ্ধান্ত মোতাবেক পরিচালনা পরিষদ সম্মানী নিচ্ছে। নিয়োগ প্রক্রিয়া সরকারি বিধি মোতাবেকই হচ্ছে।

এ বিষয়ে মুঠোফোনে কথা বলতে চাইলে কলেজ গভর্নিং বডির সভাপতি ড. নাজমুল হাসান কলিম উল্যাহ বলেন, আমি একটা মিটিংয়ে আছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়