সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৩ জুলাই ২০২৩, ০০:০০

ঝুঁকিপূর্ণ ভবন নিয়ে বিপাকে ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজ
প্রবীর চক্রবর্তী ॥

অধিক জনসংখ্যা অধ্যুষিত চাঁদপুর জেলার বৃহৎ জনপদ ফরিদগঞ্জ উপজেলার একমাত্র সরকারি কলেজ ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজ। ১৯৭০ সালে প্রতিষ্ঠিত কলেজটি আজ পর্যন্ত অবকাঠামোগত উন্নয়ন থেকে বঞ্চিত। সরকারিকরণের কারণে রয়েছে শিক্ষক স্বল্পতাও। কিন্তু এগুলো থেকে বেশি সমস্যা কক্ষ সঙ্কট । ২৫ বছর পূর্বে নির্মিত ভবনটি এখন পরিত্যক্ত। ফলে একাডেমিক ভবন এবং পুরানো একটি ভবনেই চলছে পাঠদান কার্যক্রম। পরিত্যক্ত তথা ঝুঁকিপূর্ণ ভবনটি নিয়ে বিপাকে পড়েছে কলেজ কর্তৃপক্ষ।

কলেজ অফিস সূত্রে জানা গেছে, স্বাধীনতার পূর্ব সময়ে ১৯৭০ সালে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীসহ বেশ ক’জন শিক্ষানুরাগী বঙ্গবন্ধুর নামে এই কলেজটি স্থাপন করেন। কিন্তু ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পরবর্তী সময় থেকে শুরু হয় নামকরণ নিয়ে জটিলতা। ফরিদগঞ্জ বঙ্গবন্ধু কলেজ থেকে এটি ফরিদগঞ্জ কলেজ এবং পরবর্তীতে ফরিদগঞ্জ ডিগ্রি কলেজ নামে পরিচিত হয়। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে কলেজটিকে মূল নামে ফিরিয়ে নেয়ার চেষ্টা শুরু হয়। কিন্তু সরকার পরিবর্তনের পর আবারো তা থেমে যায়। পরবর্তীতে ২০০৯ সালে আওয়ামী লীগ ২য় বারের মতো ক্ষমতায় আসলে কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা আবুল খায়ের পাটওয়ারীর উদ্যোগে শুরু হয় বঙ্গবন্ধু নাম ফিরিয়ে আনার প্রক্রিয়া। অবশেষে সেই প্রক্রিয়া সফল হয়। ফরিদগঞ্জ বঙ্গবন্ধু কলেজ নামে শুরু হয় কার্যক্রম। ইতিমধ্যে দেশের প্রতিটি উপজেলা সদরের কলেজকে সরকারিকরণের প্রক্রিয়ার অংশ হিসেবে ফরিদগঞ্জ বঙ্গবন্ধু কলেজটি সরকারি কলেজ হিসেবে স্বীকৃতি লাভ করে। চলতি বছরের জুন মাসে তা পূর্ণাঙ্গতা পায়। বর্তমানে কলেজে একাদশ, দ্বাদশ এবং ডিগ্রি পর্যায়ের ক্লাস হচ্ছে নিয়মিত।

কলেজটি সরকারিকরণ হলেও এর অবকাঠামোগত অবস্থা আগের মতোই রয়ে গেছে। বর্তমানে কলেজে মোট ৪টি ভবন রয়েছে। এরমধ্যে একটি একতলা ভবন, দোতলা বিশিষ্ট একটি ভবন, একটি প্রশাসনিক ভবন এবং কয়েক বছর পূর্বে নির্মিত একাডেমিক ভবন রয়েছে। এর মধ্যে ১৯৯৬-৯৭ অর্থ বছরে নির্মাণ করা প্রশাসনিক ভবনটি বর্তমানে ঝুঁকিপূর্ণ।

সরেজমিন ভবনটির অবস্থা দেখতে গেলে দেখা যায়, সামনে থেকে ভবনটিকে এখনো ভাল দেখা গেলেও ভেতরের অবস্থা ভীতিকর। প্রশাসনিক ভবনটিতে ইতিপূর্বে নিচতলায় অধ্যক্ষের কক্ষ, লাইব্রেরী, অফিস কক্ষ ছিল। দ্বিতীয় তলায় শ্রেণিশিক্ষা কার্যক্রম চলেছে। কিন্তু গত দুই তিন বছর পূর্ব সময়ে ভবনটির বিভিন্নস্থানে ফাটল, ছাদের আস্তর খসে পড়তে শুরু করায় বাধ্য হয়ে নতুন একাডেমিক ভবনে প্রশাসনিক কর্মকাণ্ড স্থানান্তর করে কলেজ কর্তৃপক্ষ।

ভবনটির নিচতলা ও দোতলা ঘুরে দেখা গেছে, প্রতিটি কক্ষেরই ছাদ থেকে আস্তর খসে পড়েছে। জরাজীর্ণতা পুরো ভবনটিকে ঘিরে ধরেছে। ব্যবহার না করায় ভবনটি ক্রমশ আরো জরাজীর্ণ হয়ে পড়ছে। মাত্র ২৫ বছরের কিছুটা বেশি সময় পূর্বে নির্মাণ করা ভবনটি কেন এখনই পরিত্যক্ত হয়ে গেল তা নিয়ে প্রশ্ন সকলের। ওই ভবনের দক্ষিণ পাশের ভবনটি ১৯৮৬ সালে তৈরি হলেও এখনো ব্যবহার উপযোগী রয়েছে। সেখানে নিচতলায় শিক্ষক মিলনায়তন, উপাধ্যক্ষের কক্ষ, শেখ রাসেল ডিজিটাল ল্যাব, মেয়েদের কমন রুম এবং দোতলায় শ্রেণি শিক্ষা কার্যক্রম চলমান।

কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা জানান, দূর থেকে কলেজের চারটি ভবন দেখা গেলেও বাস্তবে দুটি ভবনই ভালোভাবে ব্যবহার করা যাচ্ছে। এছাড়া একটি ভবনতো বিজ্ঞানাগার হিসেবে ব্যবহার উপযোগী থাকতো। প্রশাসনিক ভবনটিতে যখনই সমস্যা দেখা দিয়েছিলো তখনই মেরামত করা হলে এটি এখনো ব্যবহার করা যেত। কিন্তু শিক্ষা প্রকৌশল বিভাগের লোকজন কয়েকবার এসে দেখে গেলেও কোনো পদক্ষেপ নেয়নি। তারা আরো বলেন, অনেক বেসরকারি প্রতিষ্ঠানে প্রয়োজনের অতিরিক্ত ভবন থাকলেও ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজে নতুনের ভবনের প্রয়োজন হলেও নেই।

এ ব্যাপারে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নেপাল চন্দ্র দেবনাথ বলেন, সর্বশেষ শিক্ষা প্রকৌশল বিভাগের একজন প্রকৌশলী এসে ভবনটির অবস্থা পর্যবেক্ষণ করে এটি মেরামত অনুপযোগী বলে জানান। পরে কলেজ কর্তৃপক্ষ জরাজীর্ণ ভবনটিকে পরিত্যক্ত হিসেবে ঘোষণার আবেদন করেছেন। বর্তমানে জরাজীর্ণ ভবনটি বাদ দিয়েই আমরা শ্রেণি শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়