সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১২ জুলাই ২০২৩, ০০:০০

মেঘনা আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে ত্রুটি ॥ দু ঘণ্টা বিলম্বে ছেড়েছে চাঁদপুর
মিজানুর রহমান ॥

মেঘনা আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনটি দুদফা ইঞ্জিন বিকল হবার পর অবশেষে দুঘন্টা বিলম্বে সকাল সোয়া ৭টায় চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে গেছে। গতকাল ১১ জুলাই মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে।

ইঞ্জিন ত্রুটি সারাতে গিয়ে গরম পানি ছিটকে গায়ে লেগে ট্রেনের সহকারী চালকের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। তাকে হাসপাতালে প্রেরণ করা হয়। আর বিলম্বে ট্রেন ছাড়ায় দুর্ভোগের শিকার হন যাত্রীরা।

চাঁদপুর (বড়) স্টেশন সূত্রে জানা যায়, ট্রেন ছাড়ার প্রাক্কালে ট্রেনের সহকারী লোকোমোটিভ মাস্টার সাইদ মোঃ তাহের দেখলেন, ২৯২৪ নম্বরের ইঞ্জিনটি অত্যধিক গরম হয়ে গেছে। তিনি ওই ইঞ্জিন ঠাণ্ডা করতে পানির পাইপের নজেল খুলে দেন পানি উপরে ওঠার জন্যে। দুর্ভাগ্যবশত সেই পানি ইঞ্জিনের সাথে গরম হয়ে তার মুখ, বুক ও শরীরে পড়লে তার শরীর ঝলসে যায়। পরে তাকে চাঁদপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে অবস্থা আশঙ্কাজনক দেখে কর্মরত চিকিৎসক তাকে দ্রুত কুমিল্লা পাঠিয়ে দেন।

চাঁদপুর (বড়) স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার সোয়াইবুল সিকদার বলেন, ইঞ্জিনে ত্রুটি হওয়ায় আমরা নতুন ইঞ্জিন আনতে চেয়েছিলাম। পরে সেটি হাজীগঞ্জে আসলে সোয়া ৬টার আগে ইঞ্জিন চালু হওয়ায় তা দিয়েই ট্রেনটি রওনা হয়। চাঁদপুর কোর্ট স্টেশনে গেলে সেটি পুনরায় বন্ধ হয়ে গেলে আবারো নতুন করে ২৯১৬ নম্বরের ইঞ্জিনটি আনতে হয়েছে। যার কারণে ৫টার ট্রেন সোয়া ৭টায় প্রায় সোয়া দুঘন্টা বিলম্বে ছাড়তে হলো। আশা করি কোনোরূপ শঙ্কা ছাড়াই যাত্রীরা চট্টগ্রাম পৌঁছাতে পেরেছেন।

এ বিষয়ে চাঁদপুর রেলওয়ে থানার ওসি মুরাদুল্লাহ বাহার বলেন, খবর পেয়েই আমি সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে ছুটে যাই। যাত্রীদের মালামালসহ নিরাপত্তা দিতে আমরা তৎপর থেকেছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়