প্রকাশ : ০৯ আগস্ট ২০২১, ০০:০০
ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ অক্সিজেন সেবা বিষয়ে উপজেলার স্বেচ্ছাসেবীদের অক্সিজেন ব্যবহারের ওপর দিকনির্দেশনা দেন। ৮ আগস্ট রোববার দুপরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
সারাদেশের ন্যায় ফরিদগঞ্জেও মহামারী করোনা ভাইরাস সংক্রমণের দুর্যোগকালীন সময়ে ২০টির অধিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন বিনামূল্যে অক্সিজেন সেবা দিয়ে যাচ্ছে। কিন্তু এদের অনেকেরই অক্সিজেন ব্যবহারের ওপর কোনো প্রশিক্ষণতো দূরের কথা ন্যূনতম ধারণাও নেই। কিন্তু সবাই এই সেবাটি দিয়ে আসছে। এতে উপকারের চেয়ে কখনো কখনো ক্ষতির কারণও হতে পারে। সেই আশঙ্কা থেকে অক্সিজেন ব্যবহারের বিষয়ে এই পরামর্শ সভার আয়োজন করা হয়।
এ সময় স্বেচ্ছাসেবীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফ আহমেদ চৌধুরী, ডাঃ রাশেদুল হাছান ও ডাঃ মামুন আহমেদ ভূঁইয়া।
তারা বলেন, করোনাকালীন সময়ে অক্সিজেন সেবাদানকারী সংগঠনগুলোকে একটি নির্দিষ্ট নিয়মে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনোক্রমেই অক্সিজেন ব্যবহার করা যাবে না। অতি উৎসাহী হয়ে কাউকে বাড়ি গিয়ে অক্সিজেন সেবা দিতে গিয়ে বিপদে ফেলবেন না।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, জেলা পরিষদ সদস্য মশিউর রহমান মিটু ও সাইফুল ইসলাম রিপনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।